TRENDING:

সাত মাস মাইনে বন্ধ! মালিককে অপহরণ কর্মীদের...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: মাইনে না পেয়ে শেষ পর্যন্ত বসকেই তুলে নিয়ে গেলেন কর্মীরা। সাত মাস ধরে মাইনে পাচ্ছিলেন না কর্মীরা। বার বার চেয়েও কোনও ফল হয়নি। আর্থিক সংকটের জেরে শেষমেশ অফিসে তালা পড়ে। কিন্তু মাইনের টাকা ছাড়া যাবে না! তাই বকেয়া মাইনে আদায় করতে অফিসের ‘বস’কেই অপহরণ করে বসলেন ৭ কর্মী! এক বার নয়, পর পর দু’বার! দু’বারই অবশ্য দিনভর অত্যাচার করে, ভয় দেখিয়ে ‘বস’কে ছেড়েও দেয় তারা। কিন্তু কর্মীদের অত্যাচারের ঠেলার যখন বস আত্মহত্যা করার চেষ্টা করল, তখন গোটা ঘটনাটা জানাজানি হয়ে যায়!
advertisement

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হালাসুরুতে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর কুডলু এলাকায় একটি স্টার্টআপ তথ্যপ্রযুক্তি কোম্পানি চালাতেন বছর সাতাশের যুবক সুজয় এসকে। আর্থিক সংকটের জেরে মাস খানেক আগে সংস্থা বন্ধ করে দেন তিনি। এর পরই তাঁর সংস্থার ৭ কর্মী বকেয়া মাইনের দাবিতে বেঙ্গালুরুর কেমব্রিজ লে আউট এলাকা থেকে সুজয়কে অপহরণ করে। সুজয়ের অভিযোগ, দু’দিন আটকে রেখে তাঁর উপর অত্যাচার চালায় ওই সাত জন। পরে দ্রুত টাকা দেওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
সাত মাস মাইনে বন্ধ! মালিককে অপহরণ কর্মীদের...