TRENDING:

রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক! গুজব ছড়াল ট্রেন দেরিতে ক্ষুব্ধ ব্যক্তি

Last Updated:

শুক্রবার বিকেল ৪টে ১০ মিনিটে দিল্লি থেকে রওনা হয়েছিল ১২৪২৪ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস৷ কানপুর স্টেশনের কাছে ট্রেন পৌছতেই সঞ্জীব সিংহ গুর্জর নামক ব্যক্তি টুইটারে লেখেন,এই ট্রেনে পাঁচটি বোমা রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বোমাতঙ্কে মাঝপথে থামল নয়াদিল্লি-ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস৷ শুক্রবার এক ব্যক্তি নিজের টুইট হ্যান্ডেলে লেখেন, ‘রাজধানীতে বোমা আছে৷’ টুইটটি সামনে আসতেই তৎপর হয় রেলমন্ত্রক৷ কানপুর সেন্ট্রাল স্টেশনের অদূরে্ ট্রেন থামিয়ে দেওয়া হয়৷ শুরু হয় তল্লাশি৷ কোনও বিপজ্জনক কিছু ট্রেনে পাওয়া যায়নি৷
advertisement

শুক্রবার বিকেল ৪টে ১০ মিনিটে দিল্লি থেকে রওনা হয়েছিল ১২৪২৪ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস৷ কানপুর স্টেশনের কাছে ট্রেন পৌছতেই সঞ্জীব সিংহ গুর্জর নামক ব্যক্তি টুইটারে লেখেন,এই ট্রেনে পাঁচটি বোমা রয়েছে৷ টুইটটিতে তিনি রেলমন্ত্রী পীযুষ গয়াল, আইআরসিটিসি-কে ট্যাগও করেন৷ এর পরেই দাদরির কাছে ট্রেন দাঁড়িয়ে যায়৷

আরপিএফ এবং জিআরপি-এর নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করেন৷

advertisement

কিছুক্ষণ পরে ওই যাত্রী আবার টুইট করে বলেন, মানসিক অবসাদের কারণে আমি এই টুইট করেন৷ আমার ভাইয়ের ট্রেন দেরি করায় আমি ক্ষুব্ধ হয়েছি৷ আমি সরকারের কাছে ক্ষমাপ্রার্থী৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক! গুজব ছড়াল ট্রেন দেরিতে ক্ষুব্ধ ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল