দীপক শর্মার বক্তব্য, ‘ইন্ডিয়াজ আল্টিমেট ওয়ারিয়র’ রিয়্যালিটি শো-এ তাঁর সঙ্গে আলাপ হয় জাতীয় ও রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। এই আলাপের সুবাদেই ক্রমশ বিনিয়োগ নিয়ে কথা হয় তাঁদের। গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে হেল্থ প্রডাক্টের ব্যবসায় ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন দীপক। তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল বড় লভ্যাংশ পাবেন। কিন্তু তার পর তিনি কোনও টাকাই ফেরত পাননি।
advertisement
ওয়েস্ট বিনোদ নগরের বাসিন্দা দীপক শর্মা এর পর পূর্ব দিল্লির মধু বিহার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্ত পলাতক দম্পতির সন্ধান করছে পুলিশ।
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় দীপক শর্মা এবং রৌনক গুলিয়া দু’জনেই। তিহাড় জেলের এই অফিসার সোশ্যাল মিডিয়ায় একজন ইনফ্লুয়েন্সার তাঁর বডিবিল্ডিংয়ের জন্য। অন্যদিকে ইনস্টাগ্রামে রৌনকের ফলোয়ার সাড়ে চার লক্ষ জন।