TRENDING:

বাজেট পেশের অনুষ্ঠানে জল ভেবে স্যানিটাইজার খেলেন বিএমসি আধিকারিক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

বাজেটে বক্তৃতা শুরু করার আগেই ভুলবশত হ্যান্ড স্যানিটাইজারের বোতলকে জল ভেবে মুখে নিয়ে ফেলেছিলেন বিএমসি কর্তৃপক্ষ রামেশ পাওয়ার। ভুল বুঝতে পেরে মুখ থেকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ায়, স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হয়নি তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জলের বদলে হ্যান্ডস্যানিটাইজার! মুখে নিতেই ভুল বুঝতে পেরে সকলের সামনে বিপাকে পড়লেন বিএমসি'র যুগ্ম পৌর কমিশনার রমেশ পাওয়ার। ঘটনাটি ঘটে বুধবার দিন বাজেট উপস্থাপনের সময়। বক্তৃতা শুরু করার আগেই ভুলবশত হ্যান্ড স্যানিটাইজারের বোতলকে জলের বোতল ভেবে মুখে নিয়ে ফেলেছিলেন তিনি।
advertisement

রমেশ পাওয়ার জানিয়েছেন, "আমি ভাবলাম আমার বক্তৃতা শুরুর আগে জল খাওয়া উচিৎ। তাই বোতলটি তুলে নিয়ে জল খেয়েছিলাম। সেখানে রাখা জলের বোতল এবং স্যানিটাইসার গুলি একই রকম ছিল। তাই এই ঘটনাটি ঘটল। আমি মুখে নিয়েই বুঝতে পারি এটা হ্যান্ড স্যানিটাইজার, তাই না গিলেই আমি মুখ থেকে তৎক্ষণাৎ বের করে ফেলি"।

advertisement

আপনিও দেখুন সেই ভিডিও---

বাজেট উপস্থাপনের সময় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটি প্রায় ৫০০০ ভিউ এবং বেশ কয়েকটি লাইক এবং রিট্যুইট পেয়েছে। একজন ট্যুইটার ইউজার লিখেছেন, "বাজেট উপস্থাপনের আগে উদ্বেগ।"

advertisement

ঘটনাটি ঘটার পর রমেশ পাওয়ার হল থেকে বের হয়ে কিছুক্ষণ বিরতি নিয়ে ফিরে আসেন। তারপরে তিনি বাজেট উপস্থাপন করেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হননি।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

একজন কর্মকর্তা বলেছেন, এই ঘত্বটনার পরে হ্যান্ড স্যানিটাইজারের বোতল গুলি টেবিল থেকে সরিয়ে ফেলা হয়। "জলের বোতল এবং স্যানিটাইজারের বোতল উভয়ই দেখতে একই রকম লাগছিল। তাই আমরা টেবিলে রাখা স্যানিটাইজারের বোতল সরিয়েছি যাতে এই ভুলটির পুনরাবৃত্তি না হয়।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট পেশের অনুষ্ঠানে জল ভেবে স্যানিটাইজার খেলেন বিএমসি আধিকারিক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল