TRENDING:

এবার শিশুদের জন্য ‘বাল আধার’ চালু করল কেন্দ্র

Last Updated:

এবার শিশুদের জন্য ‘বাল আধার’ চালু করল কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: শিশুদেরও এবার আধারের আওতায় আনছে কেন্দ্র ৷ পাঁচ বছরের কমবয়সী খুদেদের জন্য বাল আধার চালু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নীল রঙের এই আধার কার্ডে অবশ্য শিশুদের কোনও বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হবে না ৷ বায়োমেট্রিক তথ্য ছাড়াই তৈরি করা যাবে শিশুদের আধার কার্ড ৷
advertisement

এখন থেকে এক বছর বয়স পূর্ণ হলেই আবেদন করা যাবে আধারের জন্যে ৷ পাঁচ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের আধারের তথ্যের সঙ্গেই যুক্ত থাকবে শিশুর বাল আধার ৷ পাঁচ বছর পূর্ণ হলে UIDAI শিশুর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে ৷ আবার সন্তানের ১৫ বছর পূর্ণ হলে ফের UIDAI ডেটাবেসে আধার তথ্য আপডেট করা হবে ৷ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে বিনামূল্যে ৷

advertisement

আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার শিশুদেরও বাল আধারের মাধ্যমে আধারের আওতায় নিয়ে এল কেন্দ্র ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
এবার শিশুদের জন্য ‘বাল আধার’ চালু করল কেন্দ্র