TRENDING:

New Delhi Blast: সাতসকালে রাজধানীতে বিকট বিস্ফোরণ! CRPF স্কুলের সামনে শুধুই ধোঁয়া আর ধোঁয়া! কী পাওয়া গেল তদন্তে

Last Updated:

New Delhi Blast: সকাল ৭টা বেজে ৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণ ঘটে। সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে বিশেষজ্ঞদের ডেকেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রবিবার সাতসকালে রাজধানীতে বিস্ফোরণ! দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশেপাশের দোকান, গাড়ির কাঁচ ভেঙেছে। ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন।
সাতসকালে রাজধানীতে বিকট বিস্ফোরণ! CRPF স্কুলের সামনে শুধুই ধোঁয়া আর ধোঁয়া! কী পাওয়া গেল তদন্তে
সাতসকালে রাজধানীতে বিকট বিস্ফোরণ! CRPF স্কুলের সামনে শুধুই ধোঁয়া আর ধোঁয়া! কী পাওয়া গেল তদন্তে
advertisement

স্থানীয় বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বিস্ফোরণস্থলের কাছাকাছি থেকে ধোঁয়ার মেঘ উড়ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বাড়িতে ছিলাম। একটা বিকট শব্দ শুনেছি। চারিদিকে শুধু ধোঁওয়া আর ধোঁওয়া… ভিডিও রেকর্ড করেছি। আমি এর বেশি কিছু জানি না। একটি পুলিশ দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।”

advertisement

আরও পড়ুন- সব তছনচ করে দেবে ঘূর্ণিঝড় ডানা! কবে থেকে দুর্যোগ? কী হাল হবে বঙ্গে? দেখুন আপডেট!

সূত্রের খবর, সকাল ৭টা বেজে ৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণ ঘটে। সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে বিশেষজ্ঞদের ডেকেছেন। পরবর্তী আপডেটে, পুলিশ জানিয়েছে এখনও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি এবং তদন্তের অংশ হিসাবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।

advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের কাছে পার্ক করা গাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে এবং এলাকার দোকানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন- কেন সব সময় হাইহিল পরতে হয় এয়ারহোস্টেসদের? কারণ জানলে চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনাস্থলে ডাকা হয় ক্রাইম টিম, এফএসএল টিম ও বোমা নিষ্ক্রিয়কারী দল। ক্রাইম স্পট ঘেরাও করা হয়েছে। ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে রয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
New Delhi Blast: সাতসকালে রাজধানীতে বিকট বিস্ফোরণ! CRPF স্কুলের সামনে শুধুই ধোঁয়া আর ধোঁয়া! কী পাওয়া গেল তদন্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল