TRENDING:

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বেকসুর খালাস সলমন !

Last Updated:

বক্স অফিসে ‘সুলতান’-এর জয়জয়কার ৷ কিন্তু বাস্তবে সলমন খানের পিছু ছাড়ছে না বিতর্ক ও মামলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবারও জিতে গেলেন সলমন ‘সুলতান’ খান ৷ প্রথমে ‘হিট অ্যান্ড রান’ মামলায় হলেন বেকসুর খালাস ৷ আর সোমবার যোধপুর আদালতও কৃষ্ণসার মামলায় রেহাই দিল সলমন খানকে ৷
advertisement

সোমবার যোধপুর আদালতে রায় বের হওয়ার পর সলমনের পিতা সেলিম খান জানান, ‘পনেরো বছর যখই এই সব নিয়ে কিছু মন্তব্য করিনি ৷ আজও এই নিয়ে মন্তব্য করব না ৷ ’

বক্স অফিসে ‘সুলতান’-এর জয়জয়কার ৷ কিন্তু বাস্তবে সলমন খানের পিছু ছাড়ছে না বিতর্ক ও মামলা ৷ ‘হিট অ্যান্ড রান’ মামলায় কিছুটা স্বস্তি মিললেও, সলমনের জীবনে অস্বস্তি তৈরি করতে কৃষ্ণসার হরিণ শিকার মামলা  কাঁটা হয়ে বিঁধে ছিল সলমন খানের ভাগ্যে ৷

advertisement

সোমবার যোধপুর হাইকোর্টে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়দান ৷ এর আগে এই মামলায় নিম্ন আদালত সলমনকে জেল হেফাজতে রাখার রায় দিয়েছিল ৷ নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন সলমনের আইনজীবি ৷ নিম্ন আদালতে সলমনের জয় না হলেও, সোমবার যোধপুর হাইকোর্ট সলমনকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সালটা ১৯৯৮ ৷ জয়পুরে সুরজ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান ৷ শ্যুটিংয়ে মাঝে দলবল নিয়ে বেরিয়ে পড়ে কৃষ্ণসার হরিণ শিকারে ৷ সেই অপরাধেই যোধপুর আদলাতে মামলা হয় সলমনের বিরুদ্ধে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বেকসুর খালাস সলমন !