TRENDING:

‘‘ বিছানার তলায় লুকোনো টাকা ফিরিয়ে দেব আপনাদের ’’: নরেন্দ্র মোদি

Last Updated:

স্পষ্ট জানিয়ে দিলেন, কালো টাকার কারবারীদের কোনওরকম ছেড়ে কথা বলা হবে না ৷ দেশবাসীরা কষ্টের টাকা থাকবে দেশবাসীর কাছেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোরাদাবাদ:  কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের ঘোষণায় এখন গোটা দেশ উত্তাল ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী মোরাদাবাদের সভায় আজ, শনিবার কী বলেন, সেদিকে নজর ছিল গোটা দেশবাসীরই ৷ নোট বাতিল ইস্যুতে এদিন বিরোধীদের পাশাপাশি কালো বাজারিদের আরও একবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, কালো টাকার কারবারীদের কোনওরকম ছেড়ে কথা বলা হবে না ৷ দেশবাসীরা কষ্টের টাকা থাকবে দেশবাসীর কাছেই  ৷ দুর্নীতিগ্রস্তরা দেশকে লুঠ করছে ৷ দুর্নীতিগ্রস্তদের দেশ থেকে তাড়াতে হবে ৷
advertisement

শনিবার মোরাদাবাদের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘ দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে ৷ দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করে, সে কী কখনও অপরাধী হয় ? আমি হতবাক আমার দেশের লোকই আমায় অপরাধী বলছে ৷ আমার দোষ কী ? গরিব-কৃষকের অধিকার ফিরিয়ে দেওয়াই কি আমার দোষ ? জনতার পয়সার হিসেব দেবে সরকার ৷ একদল মানুষের বিছানার তলায় টাকা থাকে ৷ এই টাকা কার? দেশবাসীর টাকা ৷ এই টাকা আপনাদের কাছেই ফিরিয়ে দেব ৷ আমার কী আছে ?  আমি তো ফকির মানুষ ৷ ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব ৷ আমার মতো ফকিরের কে কী করবে ? ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, ‘‘দেশ থেকে গরিবি দূর করতে হবে ৷ দেশের সমস্ত বড় রাজ্য থেকে গরিবি হঠাতে হবে ৷ তাহলেই দেশ থেকে দারিদ্র দূরীকরণ সহজে হবে ৷ শুধু নির্বাচনের জন্য উত্তর প্রদেশে আসিনি ৷ দারিদ্র দূর করতেই উত্তর প্রদেশের সাংসদ হয়েছি ৷ দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ ৷ এই রাজ্যেই সবচেয়ে বেশি দারিদ্র ৷ তাই এখান থেকেই কাজ শুরু করতে হবে ৷ উন্নয়নই আমাদের মূল লক্ষ্য ৷ যে মোরাদাবাদের পিতল গোটা দেশে রয়েছে,  সেই মোরাদাবাদেই এখনও এক হাজারের বেশি গ্রামে দারিদ্র রয়েছে ৷ স্বাধীনতার ৭০ বছর পরেও বিদ্যুতের তার নেই ৷ শুধু এখানেই নয়, দেশে এখনও ১৮ হাজার গ্রাম বিদ্যুৎহীন ৷ এই তথ্য পেয়ে আমি চমকে উঠেছিলাম ৷ দেশের স্বাধীনতার ৭০ বছর পরও এই চেহারা ! ঘোষণা করার অনেক সরকার এসেছে এতদিনে ৷ হিসেব দেওয়ার সরকার এই প্রথম ৷ আমার কোনও নেতা নেই, আপনারাই আমার নেতা ৷ আপনাদের উন্নয়নের জন্যই আমি প্রধানমন্ত্রী ৷ লালকেল্লা থেকেই আমি তাই ঘোষণা করেছিলাম ৷ দেশবাসীর কাছে এক হাজার দিন সময় চেয়েছি ৷ যার এখন অর্ধেক সময়ও পেরোয়নি ৷ আমরা ইতিমধ্যেই এক হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ৷ যে  গ্রামে বিদ্যুৎ নেই সেই গ্রামে উন্নয়ন হবে কী করে ? আমরা সেই কাজ করতে পেরেছি ৷ আমাদের সরকার শুধু ঘোষণা করে না ৷ আমরা প্রকল্প তৈরি করে তা বাস্তবায়িত করি ৷ বিজেপি প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে ৷ মধ্যপ্রদেশ দেখুন, আগে রুগ্ন রাজ্য ছিল ৷ আজ মধ্যপ্রদেশ স্বাবলম্বী ৷ কৃষিতে আগের থেকে দ্বিগুণ উৎপাদন করেছে ৷ যদি সত্যিই দেশের উন্নয়ন চাই তাহলে তা করা যায় ৷ শুধু নিজের বিকাশ করলে তা হয় না ৷ নিজেদের উন্নয়ন করার সরকার আগে এসেছে ৷ ওই সরকার আপনারা আগেই দেখেছেন ৷ এবার আপনাদের উন্নয়নের সরকার দেশে এসেছে ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ বিছানার তলায় লুকোনো টাকা ফিরিয়ে দেব আপনাদের ’’: নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল