সোমবার Network18-এর এডিটর ইন চিফ রাহুল জোশিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে অমিত শাহ বললেন, 'আগামী নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷ শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলার জবাব বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে৷'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চালাক, খুব শীঘ্রই তা হলে তাঁর ইচ্ছে পূরণ হবে৷ আগামী নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে বিজেপি৷'
advertisement
পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু হয়েছে পয়লা মে থেকে৷ কিন্তু তার আগে, ২০ এপ্রিলই ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরানোর ব্যবস্থা শুরু করে দিয়েছিল সরকার৷ ৪১ লক্ষ শ্রমিককে বাসে পাঠানো হয়েছে৷ পরিযায়ীদের জন্য ৪ হাজার স্পেশাল ট্রেন চালানো হয়েছে৷ কিছু শ্রমিক ধৈর্য হারিয়ে হাঁটতে শুরু করে দেন৷'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ৫৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে তাঁদের নিজস্ব রাজ্যে ট্রেনে বা বাসে পাঠিয়েছে৷ বহু পরিযায়ী শ্রমিকের কোয়ারেন্টাইনের মেয়াদও শেষ হয়েছে৷ তাঁরা এখন পরিবারের সঙ্গে বাস করছেন৷