TRENDING:

Amit Shah on News18| বিধানসভা নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে বিজেপি: অমিত শাহ

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চালাক, খুব শীঘ্রই তা হলে তাঁর ইচ্ছে পূরণ হবে৷ আগামী নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে বিজেপি৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ বিজেপি কি বাংলায় ক্ষমতায় আসবে? প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷
advertisement

সোমবার Network18-এর এডিটর ইন চিফ রাহুল জোশিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে অমিত শাহ বললেন, 'আগামী নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷ শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলার জবাব বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে৷'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চালাক, খুব শীঘ্রই তা হলে তাঁর ইচ্ছে পূরণ হবে৷ আগামী নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে বিজেপি৷'

advertisement

advertisement

পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু হয়েছে পয়লা মে থেকে৷ কিন্তু তার আগে, ২০ এপ্রিলই ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরানোর ব্যবস্থা শুরু করে দিয়েছিল সরকার৷ ৪১ লক্ষ শ্রমিককে বাসে পাঠানো হয়েছে৷ পরিযায়ীদের জন্য ৪ হাজার স্পেশাল ট্রেন চালানো হয়েছে৷ কিছু শ্রমিক ধৈর্য হারিয়ে হাঁটতে শুরু করে দেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ৫৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে তাঁদের নিজস্ব রাজ্যে ট্রেনে বা বাসে পাঠিয়েছে৷ বহু পরিযায়ী শ্রমিকের কোয়ারেন্টাইনের মেয়াদও শেষ হয়েছে৷ তাঁরা এখন পরিবারের সঙ্গে বাস করছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah on News18| বিধানসভা নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে বিজেপি: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল