অমিত শাহের কথায়, 'ভোটে একসঙ্গেই লড়বে বিজেপি ও জেডিইউ জোট৷ নীতিশজির নেতৃত্বে ভোটে লড়বে৷ এটা একেবারে পরিষ্কার৷ জাতীয় স্তরে দুটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করছে৷ রাজ্যস্তরে বর্তমান মুখ্যমন্ত্রীর (নীতিশ কুমার) নেতৃত্বে কাজ করবে৷'
বিজেপি ও জেডিইউ-র সাম্প্রতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে৷ এ বিষয়ে বিজেপি সভাপতি বলেন, 'যে কোনও জোটেই, অল্প-বিস্তর মতের অমিল হয়ে থাকে, এটাই একটি সুস্থ জোটের পক্ষে শুভ ও কাম্য৷ মতভেদ শুধু মনভেদে না বদলালেই হল৷'
advertisement
বিহারে বিজেপি-জেডিইউ জোটে মতভেদ প্রকাশ্যে আসে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কয়েকটি পদক্ষেপে৷ মোদি মন্ত্রিসভায় জেডিইউ-এর একজন মন্ত্রী থাকার অফার দেওয়া হয়৷ তা মেনে নেননি জেডিইউ সুপ্রিমো৷ এরপরই নীতিশ তাঁর মন্ত্রিসভা বাড়িয়ে বেশি করে জেডিইউ সদস্যে জায়গা দিতে শুরু করেন৷ দুটি দল ইদের ইফতার পার্টিতেও একসঙ্গে যোগ দেয়নি৷ সংঘাতের আলোচনা আরও তীব্র হয়৷
News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাত্কারটি সম্প্রচারিত হবে ১৭ অক্টোবর Network18-এর সব চ্যানেলে৷ এছাড়াও News18.com-এ সারাদিন বিশেষ কভারেজ থাকবে সাক্ষাত্কার নিয়ে৷