TRENDING:

Poll Of Polls: হরিয়ানায় মোদি ম্যাজিক, ৭০-এর বেশি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি

Last Updated:

হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৭৫টি আসন দখল করে সরকারে আসতে চলেছে বিজেপি ৷ মাত্র ১০টি আসনে জয় পেতে পারে হাত শিবির এবং INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াবে শূন্যে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: সীমান্তে উত্তেজনার আবহেই সোমবার ভোটগ্রহণ হয় মহারাষ্ট্র ও হরিয়ানায়। মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম নির্বাচন। ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে এক্সিট পোল ৷ এবং বুথ ফেরত সমীক্ষায় যা ইঙ্গিত মিলছে তাতে দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে চলেছে গেরুয়া শিবির।
advertisement

হরিয়ানায় সমীক্ষায় ইঙ্গিত বিজেপি জিততে পারে ৭৫ আসনে। কংগ্রেস জিততে পারে ১০টি আসন। জেজেপি দখল করতে পারে দু'টি আসন। অন্যান্যদের দখলে যেতে পারে তিনটি আসনে।

বিকেল ৪ টে পর্যন্ত হরিয়ানায় ভোট পড়েছে ৫২.০৭ শতাংশ। দু-রাজ্যেই ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি।

এবার হরিয়ানাতেও গেরুয়া রঙ ৷ ক্ষমতায় ফিরছে মনোহর লাল খট্টর বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার ৷

advertisement

হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৭৫টি আসন দখল করে সরকারে আসতে চলেছে বিজেপি ৷ মাত্র ১০টি আসনে জয় পেতে পারে হাত শিবির এবং INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াবে শূন্যে ৷ এমনটাই ইঙ্গিত #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় ৷

advertisement

Republic - Jan ki baat Haryana Exit Poll এ হরিয়ানায় বিজেপি জয়ী হতে পারে ৫২-৬৩ আসনে ৷ কংগ্রেস পেতে পারে ১৫-১৯ আসনে ৷ জেজেপি জিততে পারে ৫-৯ আসনে ৷ INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে ০-১ ৷ ওমপ্রকাশ চৌতালার INLD-কে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হতে পারে বলে সমীক্ষাতে ইঙ্গিত পাওয়া গিয়েছে।অন্যান্যরা পেতে পারে ৭-৯ আসনে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Times Now Exit Poll-এর সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা আসতে চলেছে বিজেপি সরকার ৷ এক্সিট পোল অনুযায়ী, হরিয়ানায় ৭১টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মাত্র ১১টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।

বাংলা খবর/ খবর/দেশ/
Poll Of Polls: হরিয়ানায় মোদি ম্যাজিক, ৭০-এর বেশি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি