হরিয়ানায় সমীক্ষায় ইঙ্গিত বিজেপি জিততে পারে ৭৫ আসনে। কংগ্রেস জিততে পারে ১০টি আসন। জেজেপি দখল করতে পারে দু'টি আসন। অন্যান্যদের দখলে যেতে পারে তিনটি আসনে।
বিকেল ৪ টে পর্যন্ত হরিয়ানায় ভোট পড়েছে ৫২.০৭ শতাংশ। দু-রাজ্যেই ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি।
এবার হরিয়ানাতেও গেরুয়া রঙ ৷ ক্ষমতায় ফিরছে মনোহর লাল খট্টর বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার ৷
advertisement
হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৭৫টি আসন দখল করে সরকারে আসতে চলেছে বিজেপি ৷ মাত্র ১০টি আসনে জয় পেতে পারে হাত শিবির এবং INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াবে শূন্যে ৷ এমনটাই ইঙ্গিত #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় ৷
Republic - Jan ki baat Haryana Exit Poll এ হরিয়ানায় বিজেপি জয়ী হতে পারে ৫২-৬৩ আসনে ৷ কংগ্রেস পেতে পারে ১৫-১৯ আসনে ৷ জেজেপি জিততে পারে ৫-৯ আসনে ৷ INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে ০-১ ৷ ওমপ্রকাশ চৌতালার INLD-কে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হতে পারে বলে সমীক্ষাতে ইঙ্গিত পাওয়া গিয়েছে।অন্যান্যরা পেতে পারে ৭-৯ আসনে ৷
Times Now Exit Poll-এর সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা আসতে চলেছে বিজেপি সরকার ৷ এক্সিট পোল অনুযায়ী, হরিয়ানায় ৭১টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মাত্র ১১টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।