TRENDING:

LIVE: ২৯২টি আসন পেয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে বিজেপি, ৫০-এ আটকালো কংগ্রেস

Last Updated:

General Election 2019 Result: রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিরোধীদের কোনও যোগ্য মুখ এখনো তৈরি হয়নি৷ যার নির্যাস, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারেই ফের ভরসা রাখল দেশবাসী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এগজিট পোল রেজাল্টেই ইঙ্গিত মিলেছিল৷ বৃহস্পতিবার লোলকসভা ভোটের ফল প্রকাশ হতেই বোঝা গেল, দেশের মানুষ এখনও আস্থা রাখছেন মোদি সরকারেই৷ সকাল থেকেই প্রবণতা স্পষ্ট ছিল৷ বেলা গড়াতেই দেখা গেল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতাই পাচ্ছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ সরকার৷ বিজেপি একাই ৩০০ পার৷ গত লোকসভা নির্বাচনের পর ৫ বছরে কংগ্রেসের অবস্থা শোচনীয়ই রয়েছে গিয়েছে৷
advertisement

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিরোধীদের কোনও যোগ্য মুখ এখনো তৈরি হয়নি৷ যার নির্যাস, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারেই ফের ভরসা রাখল দেশবাসী৷ এ বারের ভোটে সবচেয়ে বেশি নজর ছিল উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে৷

গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ধোপে টিকল না বসপা-সপা জোট৷ ওই রাজ্যে কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ ২০১৪ সালে উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের ৭১টিতে জিতেছিল বিজেপি৷ ২০১৯ সালের ভোটে এখনও পর্যন্ত ৫৫টি আসনে এগিয়ে বিজেপি৷ সেখানে সপা-বসপা জোট এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পশ্চিমবঙ্গেও অভাবনীয় ফল বিজেপি-র৷ এখনো পর্যন্ত ১৫টি আসনে এগিয়ে বিজেপি৷ ২৬ আসনে এগিয়ে কংগ্রেস৷ উত্তর-পূর্ব ভারতেও এনডিএ-র জয়জয়কার৷ সব মিলিয়ে বিজেপি প্রমাণ করল, ভারতে এই মুহূর্তে বিজেপি-র বিকল্প নেই৷

বাংলা খবর/ খবর/দেশ/
LIVE: ২৯২টি আসন পেয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে বিজেপি, ৫০-এ আটকালো কংগ্রেস