রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিরোধীদের কোনও যোগ্য মুখ এখনো তৈরি হয়নি৷ যার নির্যাস, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারেই ফের ভরসা রাখল দেশবাসী৷ এ বারের ভোটে সবচেয়ে বেশি নজর ছিল উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে৷
গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ধোপে টিকল না বসপা-সপা জোট৷ ওই রাজ্যে কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ ২০১৪ সালে উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের ৭১টিতে জিতেছিল বিজেপি৷ ২০১৯ সালের ভোটে এখনও পর্যন্ত ৫৫টি আসনে এগিয়ে বিজেপি৷ সেখানে সপা-বসপা জোট এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে৷
advertisement
পশ্চিমবঙ্গেও অভাবনীয় ফল বিজেপি-র৷ এখনো পর্যন্ত ১৫টি আসনে এগিয়ে বিজেপি৷ ২৬ আসনে এগিয়ে কংগ্রেস৷ উত্তর-পূর্ব ভারতেও এনডিএ-র জয়জয়কার৷ সব মিলিয়ে বিজেপি প্রমাণ করল, ভারতে এই মুহূর্তে বিজেপি-র বিকল্প নেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2019 12:04 PM IST