গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু৷ গত দু মাসে এই নিয়ে দ্বিতীয় বার অমিত শাহের সঙ্গে বৈঠক হল নাইডুর৷ এর থেকেই রাজনৈতিক মহলের ধারণা, আগামী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনেও অন্ধ্র প্রদেশে টিডিপির সঙ্গে জোট বাঁধতে চলেছে বিজেপি৷
আরও পড়ুন: মুরগির মাংস ধুয়ে রান্না করেন? অজান্তেই করছেন মারাত্মক ভুল, শুনলে বিশ্বাস হবে না
advertisement
আজই দিল্লিতে ফের একবার বিজেপি এবং টিডিপি-র বৈঠক হওয়ার কথা৷ তার পরেই আনুষ্ঠানিক ভাবে দুই দলের জোট ঘোষণা হওয়ার কথা৷
২০১৮ পর্যন্ত এনডিএ-তেই ছিল চন্দ্রবাবু নাইডুর দল৷ কিন্তু তার পর অন্ধ্রপ্রদেশকে আর্থিক বঞ্চনার অভিযোগে এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অন্ধ্র প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ এবার নির্বাচনের আগে ফের একবার হাত ধরতে চলেছে দুই দল৷
লোকসভা নির্বাচনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে বিজেপির অন্যতম উদ্বেগের জায়গা দক্ষিণ ভারত৷ কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, তেলঙ্গানায় অনেক চেষ্টা করেও প্রত্যাশিত ফল পায়নি গেরুয়া ব্রিগেড৷ এই অবস্থায় অন্ধ্রপ্রদেশের টিডিপি-র সঙ্গে জোট হলে লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের একটি রাজ্য নিয়ে অন্তত মোদি-শাহদের চিন্তা কিছুটা কমবে৷ অন্ধ্র প্রদেশে ২৫টি লোকসভা আসন রয়েছে৷ রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা ১৭৫টি৷ সূত্রের খবর, ২৫টি লোকসভা আসনের মধ্যে ৮ থেকে ১০টিতে লড়তে আগ্রহী বিজেপি৷
অন্যদিকে ওড়িশাতেও বিজেপি- বিজেডি জোটের কথা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সূত্রের খবর৷