বিহারে মহাজোটকে উড়িয়ে দিয়ে বিরাট জয়ের পরই কঠোর অবস্থান নিল বিজেপি৷ দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হল বিহারের অন্যতম সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং সহ তিন জনকে৷ শাস্তি পাওয়া বাকি দুই নেতারা হলেন বিহারের বিধান পরিষদের সদস্য অশোক আগরওয়াল এবং কাটিহারের মেয়র ঊষা আগরওয়াল৷
বিহারে বিজেপি-র সদর দফতর দায়িত্বপ্রাপ্ত নেতা অরবিন্দ শর্মা এই তিন জন নেতানেত্রীকে এ দিন সকালেই সাসপেনশনের নোটিস পাঠিয়েছেন৷ শুধু তাই নয়, কেন তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে না, এই তিন নেতার থেকে সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছে৷
advertisement
শো কজ নোটিসে বলা হয়েছে, আপনি দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত৷ এই অপরাধ দলের শৃঙ্খলাভঙ্গের মধ্যে পড়ে৷ বিষয়টি দল অত্যন্ত গুরুতর ভাবে নিয়েছে৷ এই কারণে আপনাকে সাসপেন্ড করা হচ্ছে এবং কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না, সেই জবাবও তলব করা হচ্ছে৷ অনুগ্রহ করে এইন নোটিস পাওয়ার এক সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করুন৷
সূত্রের খবর, নিয়ম মাফিক প্রথমে সাসপেন্ড করা হলেও এই তিন নেতা দল থেকে বহিষ্কার করা এখন শুধু সময়ের অপেক্ষা৷
বিহারের আরাহ-র সাংসদ ছিলেন আর কে সিং৷ ২০২৪ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হন তিনি৷ এর পর থেকেই নিজের দলেরই সমালোচনা করে একের পর এক মন্তব্য করতে শুরু করেন আর কে সিং৷ ২০১৩ সালে বিজেপি-তে যোগ দেন তিনি৷ ২০১৪ এবং ২০১৯ সালে তিনি পর পর দু বার আরাহ থেকে সাংসদ নির্বাচিত হন৷ নরেন্দ্র মোদি সরকারের প্রথম মন্ত্রিসভায় বিদ্যুৎমন্ত্রী ছিলেন আর কে সিং৷
