TRENDING:

‘মাসুদকে পাকিস্তানে পাঠিয়েছিল বিজেপি সরকারই’, মোদিকে তোপ রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ ৷ ভোটের মরশুমে এই ঘোষণাকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবেই তুলে ধরা হচ্ছিল ৷ মাসুদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেওয়ার ঘটনায় সবথেকে বেশি প্রশংসা কুড়িয়েছিল বিজেপি সরকার ৷ এবার এই ইস্যুটি নিয়েই বিজেপিকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
advertisement

রাহুল গান্ধি বলেন, ‘মাসুদ আজাহারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া উচিত ৷ কিন্তু পুলওয়ামা হামলার পর মাসুদকে কে নিরাপদে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল ৷ সন্ত্রাসের সামনে কে মাথা নত করে তাকে মুক্ত করেছিল ? কংগ্রেস নয় ৷ বিজেপিই এই প্রশ্নের সঠিক উত্তর ৷’

গত বুধবার এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বড়সড় জয় ৷ ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলার এটিই প্রথম পদক্ষেপ ৷ সন্ত্রাসবাদের জন্য দেশ যখনই কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হবে ৷ আমরা তাদের ঘরে ঢুকে খতম করব ৷ যদি আমাদের উদ্দেশে ওরা গুলি ছোঁড়ে ৷ তাহলে আমরা তাদেরকে বোমা ছুঁড়ব ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার নেপথ্যে ছিল জইশ। জইশের তরফ থেকে হামলার দায়ভার স্বীকার করা হলেও রাষ্ট্রসংঘে মাসুদকে জঙ্গি ঘোষণা করার প্রস্তাবে বিরোধিতা করেছিল বেজিং ৷ তবে, পুলওয়ামা হামলার পর থেকেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের তরফ থেকে বেজিংয়ের উপর চাপ দেওয়া হয় অবস্থান পরিবর্তনের জন্য । লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতের জন্য এই কূটনৈতিক সাফল্য একপ্রকার মাইলস্টোন হিসেবেই পরিগণিত হচ্ছে । পুলওয়ামা হামলার পর থেকেই ধারাবাহিকভাবে সন্ত্রাসবিরোধী নীতির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেটি নিয়েই মোদিকে ফের তোপ দাগলেন রাহুল গান্ধি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘মাসুদকে পাকিস্তানে পাঠিয়েছিল বিজেপি সরকারই’, মোদিকে তোপ রাহুলের