TRENDING:

BJP National Executive Meeting: বিজেপির কর্মসমিতির বৈঠকে বাংলার 'হিংসা' ইস্যু, মোকাবিলায় বড় সিদ্ধান্ত নাড্ডা-শাহদের...

Last Updated:

BJP National Executive Meeting: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক আয়োজিত হয়েছে দিল্লিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক BJP National Executive Meeting) আয়োজিত হয়েছে দিল্লিতে। এই বৈঠকের উদ্বোধনী বক্তৃতায় অংশ নিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পূর্বসূরি অমিত শাহের সুরেই তিনি সুর মিলিয়েছেন এদিন। রবিবার অনুষ্ঠানের শুরুতে (BJP National Executive Meeting) নাড্ডা বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত অবিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি, ততক্ষণ দলের বৃদ্ধি সম্পূর্ণ নয়।‘ তিনি বলেন, ‘কেরালা, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিজেপিকে ক্ষমতা দখল করতে হবে।' এই বৈঠকেই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ।
বিজেপির কর্মসমিতির বৈঠক
বিজেপির কর্মসমিতির বৈঠক
advertisement

আরও পড়ুন: বাংলায় ইতিহাস তৈরি করেছে BJP! আত্মসমীক্ষার বদলে মোদি-ম্যাজিকেই আস্থা নাড্ডাদের

রাজ্য থেকে এই বৈঠকে (BJP National Executive Meeting) যোগ দেওয়া বিজেপির প্রতিনিধিরা ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তোলেন। ভোট পরবর্তী হিংসায় বাংলায় ৫০ জনের বেশি কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে। আতঙ্কে লক্ষাধিক মানুষ ঘরছাড়া। এভাবেই কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ জানিয়েছে বঙ্গ বিজেপির প্রতিনিধিরা। দলের জাতীয় সভাপতির ভাষণে সেই হিংসার প্রসঙ্গ উল্লেখ রয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ সারা দেশের বিজেপি নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গ বিজেপির পাশে দাঁড়াবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। গণতান্ত্রিক ভাবে আইনি পথে অন্যায়ের মোকাবিলা করা হবে।'

advertisement

এদিনের বৈঠকে (BJP National Executive Meeting) সিদ্ধান্ত হয়েছে, নির্যাতিত, আক্রান্তদের প্রত্যেককে আইনি সহায়তা দেবে দল। প্রয়োজনে সুপ্রিম কোর্টে সাহায্য করা হবে বাংলার আক্রান্ত কর্মীদের। এদিনের বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলায় সাধারণ বিজেপি কর্মীদের পাশাপাশি মহিলাদের উপর অকথ্য নির্যাতনের তীব্র নিন্দা করেছেন প্রত্যেক বক্তা। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

আরও পড়ুন:কেন্দ্র বন্ধ করলেও রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে, জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

advertisement

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের প্রসঙ্গ টেনেছেন এদিন। তাঁর মন্তব্য, ‘তেলেঙ্গানায় উপনির্বাচনে শাসক টিআরএস-কে পরাজিত করেছে বিজেপি। এর থেকেই প্রমাণিত সেই রাজ্যে বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি'র প্রচার অস্ত্রে ১০০ কোটি করোনা প্রতিষেধকের পাশাপাশি নতুন সংযোজন হিসেবে থাকবে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং সিএএ চালুর মতো বিষয়গুলি।

advertisement

তবে সদ্যসমাপ্ত বঙ্গ ভোটে প্রত্যাশিত অগ্রগতি হয়েছে বিজেপির এই বিষয়ে একমত ছিলেন প্রায় সকলেই। কর্মসমিতির বৈঠকে একথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন প্রতিনিধিরা। ২০১৬-র তুলনায় একুশের ভোটে বিজেপির প্রাপ্ত ভোট ৩৮%, সঙ্গে ৭৭ জন বিধায়ক। অবিভক্ত অন্ধ্র প্রদেশে এনটি রামা রাওয়ের দল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল এভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। এমনটাই জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এই অনুষ্ঠানেই মোদি মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশব্যাপী ১০০ কোটি টিকাকরণ এবং দলকে সঠিক দিশায় পরিচালনার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়। এমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর। এদিকে, বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে মিথ্যাচার করছে বিজেপি। এই দাবি নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রতি ঘটনায় কড়া হাতে পদক্ষেপ করছে মমতার সরকার। এমনটাই দাবি সাংসদের।

বাংলা খবর/ খবর/দেশ/
BJP National Executive Meeting: বিজেপির কর্মসমিতির বৈঠকে বাংলার 'হিংসা' ইস্যু, মোকাবিলায় বড় সিদ্ধান্ত নাড্ডা-শাহদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল