TRENDING:

Mumbai Municipal Elections: মহারাষ্ট্রে জন্ম, পেঙ্গুইনের ছানাও তাই 'মরাঠি'! মুম্বাইয়ের পুরভোটের আগে বিক্ষোভে বিজেপি

Last Updated:

সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভিনরাজ্যের বাসিন্দাদের মরাঠিতে কথা বলার জন্য চাপ দেওয়া, হেনস্থা করার একাধিক অভিযোগ মহারাষ্ট্র থেকে সামনে এসেছে৷ ভূমিপুত্র বা ভূমিকন্যার আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাও ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়৷ তবে এবার মানুষকে কেন্দ্র করে নয়, মহারাষ্ট্রে রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে পড়ল সদ্য জন্মানো কয়েকটি পেঙ্গুইনের ছানা৷
পুরভোটে মুম্বাইয়ে ইস্যু পেঙ্গুইনরা৷ প্রতীকী ছবি
পুরভোটে মুম্বাইয়ে ইস্যু পেঙ্গুইনরা৷ প্রতীকী ছবি
advertisement

সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷ মুম্বাইয়ের পুরভোটের আগে আপাতত এই ইস্যুতেই অন্যতম হাতিয়ার করেছেন স্থানীয় বিজেপি নেতারা৷ তাঁদের সহজ যুক্তি, মহারাষ্ট্রে যখন জন্মেছে, তখন পেঙ্গুইন ছানাদের নাম মরাঠিতেই হব৷

মুম্বাইয়ের বাইকুল্লা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা নীতিন বানকরের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান হয়৷ ওই বিজেপি নেতার কথায়, যখন বিদেশ থেকে বীরমাতা জিজাবাঈ ভোসালে বোটানিক্যাল উদ্যান জু-তে পেঙ্গুইন নিয়ে আসা হয়েছিল, তখন তাদের ইংরেজিতে নামকরণ আমরা মেনে নিয়েছিলাম৷ কিন্তু মহারাষ্ট্রের মাটিতে যে পেঙ্গুইনের ছানাগুলি জন্মেছে, তাদের নাম মরাঠিতেই রাখতে হবে৷

advertisement

ওই বিজেপি নেতার দাবি, এ বিষয়ে একাধিকবার বৃহন মুম্বাই পুরসভা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি৷ যদিও পুরসভা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই বিজেপি নেতার আরও যুক্তি, মরাঠি যদি ধ্রুপদী ভাষার তকমা পেতে পারে, তাহলে মরাঠিতে কেন পেঙ্গুইনের ছানাদের নামকরণ করা যাবে না?

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Municipal Elections: মহারাষ্ট্রে জন্ম, পেঙ্গুইনের ছানাও তাই 'মরাঠি'! মুম্বাইয়ের পুরভোটের আগে বিক্ষোভে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল