সম্প্রতি মুম্বাইয়ের চিড়িয়াখানায় কয়েকটি পেঙ্গুইনের ছানা জন্ম নিয়েছে৷ ওই পেঙ্গুইনের ছানাগুলির নামকরণ মরাঠিতে করতে হবে, এমনই দাবি তুলে রীতিমতো বিক্ষোভ দেখাল বিজেপি৷ মুম্বাইয়ের পুরভোটের আগে আপাতত এই ইস্যুতেই অন্যতম হাতিয়ার করেছেন স্থানীয় বিজেপি নেতারা৷ তাঁদের সহজ যুক্তি, মহারাষ্ট্রে যখন জন্মেছে, তখন পেঙ্গুইন ছানাদের নাম মরাঠিতেই হব৷
মুম্বাইয়ের বাইকুল্লা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা নীতিন বানকরের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান হয়৷ ওই বিজেপি নেতার কথায়, যখন বিদেশ থেকে বীরমাতা জিজাবাঈ ভোসালে বোটানিক্যাল উদ্যান জু-তে পেঙ্গুইন নিয়ে আসা হয়েছিল, তখন তাদের ইংরেজিতে নামকরণ আমরা মেনে নিয়েছিলাম৷ কিন্তু মহারাষ্ট্রের মাটিতে যে পেঙ্গুইনের ছানাগুলি জন্মেছে, তাদের নাম মরাঠিতেই রাখতে হবে৷
advertisement
ওই বিজেপি নেতার দাবি, এ বিষয়ে একাধিকবার বৃহন মুম্বাই পুরসভা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি৷ যদিও পুরসভা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ৷
ওই বিজেপি নেতার আরও যুক্তি, মরাঠি যদি ধ্রুপদী ভাষার তকমা পেতে পারে, তাহলে মরাঠিতে কেন পেঙ্গুইনের ছানাদের নামকরণ করা যাবে না?