শনিবার প্রচারের মাঝেই নুনগাবাক্কামের পশ্চিম মাদা স্ট্রিটের একটি রেস্তোঁরায় ঢুকে পড়েন বিজেপি নেত্রী খুশবু। বানাতে শুরু করেন ধোসা। শুধু তাই নয় প্রচারে নেমে গরমের মরসুমি ফল 'আম'ও ভোটারদের মধ্যে বিলিয়ে দেন নেত্রী। এদিন প্রচারের সময় তাঁর উপর পুষ্পবৃষ্টি করেন এলাকার মানুষ। কেউ কেউ আবার উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান অভিনেত্রীকে। বাচ্চাদের আদর করতেও দেখা যায় তাঁকে।
advertisement
তবে তামিলনাড়ুতে সপ্তাহান্তের ভোট প্রচারে দেখা যায় এমন আরও অনেক ছবি। আরেক প্রার্থী সন্তোষ আবার নিজের দলের প্রতীক হিসাবে তরমুজ নিয়ে তামিলনাড়ুর থানজাবুর নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন জমা দিতে যান এদিন। অন্যদিনে একইদিনে পাটালি মাক্কাল কাঁচি (পিএমকে) প্রার্থী এভিএ কাসালিকে দেখা যায় তাঁর এলাকার ত্রিপলিকেন মার্কেটে প্রচারের অংশ হিসেবে আম বিক্রি করতে। কিছুদিন আগেই আলামগুলামের প্রার্থী হরি নাদার মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন গায়ে সাড়ে ৪ কেজির সোনার গয়না পরে। এইভাবেই প্রচার পর্বে জমে উঠেছে তামিলনাড়ুর ভোট-চিত্র। আগামী ৬ এপ্রিল থেকে তামিলনাড়ুতে শুরু হচ্ছে ভোট। এক দফাতেই ৩৮টি জেলাতে নির্বাচন হবে এই রাজ্যে।