TRENDING:

BJP: ২০২৪-এ বিজেপি-র নজরে দেশের ১৬০টি আসন! সভা করবেন মোদি-শাহরা, কেন এত গুরুত্ব?

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির বড় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সময় থাকতে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। গতবারের অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনে পরাজিত আসনগুলিকে প্রথম দফায় প্রচার করতে চায় বিজেপি নেতৃত্ব। এই আসনগুলির প্রত্যেকটিতে ৪৫টি করে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রের বিজেপি নেতারা। তবে সেগুলি রাজনৈতিক জনসভা নয়। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হবে এই আসনগুলিতে। হেরে যাওয়া ১৬০টি আসনকে বিভিন্নভাবে ভাগে করে প্রচারের কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
’২০২৪-এ কি কৌশল বিজেপি-র?
’২০২৪-এ কি কৌশল বিজেপি-র?
advertisement

মোট ১৬০টি আসনের প্রতিটিতে ৪৫টি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ তাবড় বিজেপি নেতারা। দলের তিন সাধারণ সম্পাদক সুনীল বনশল, বিনোদ তাওড়ে এবং তরুণ চুগকে এই জনসভাগুলি পরিচালনা এবং প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬০টি লোকসভা আসনকে বিভিন্নভাবে ভাগ করে প্রচার চালাবে বিজেপি। দলীয় সূত্রের খবর, প্রতিটি ভাগে থাকবে ৪টি করে আসন। প্রতিটি ভাগে মোদি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের দিয়ে ৪৫ থেকে ৫৫টি করে সভা করার চিন্তাভাবনা করছে দলীয় নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাসের দাপট বাড়ছে, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

যদিও লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির বড় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য বিজেপি। দলের নেতা-কর্মীদের হাতে আসা নির্দেশিকা অনুযায়ী, প্রতি বুথে বিজেপি যাতে কম করে ৫১ শতাংশ ভোট পায় তা নিশ্চিত করতে হবে বুথ কমিটিকে। সূত্রের খবর, বঙ্গে বিজেপির এই টার্গেট নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। কারণ, একুশের বিধানসভা ভোটের পর একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র তিনটি ওয়ার্ড। চন্দননগর ও বিধাননগর পুরভোটে খাতাই খুলতে পারেনি বিজেপি। মুখ ফিরিয়েছে আসানসোল, শিলিগুড়ি পুরসভাও।

advertisement

আরও পড়ুন: ম্যাকডোনাল্ডসের বার্গার, সঙ্গে সুগার ফ্রি কফি! দিল্লি গিয়ে রুচি বদল কেষ্টর

বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনেও পদ্মের হাল বেহাল। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃতীয় স্থানে বিজেপি। আসানসোল লোকসভা উপনির্বাচনেও বিপর্যস্ত বিজেপি। আসানসোলে বিজেপির জেতা আসন ছিনিয়ে নেয় তৃণমূল। সদ্য হওয়া সাগরদিঘি উপনির্বাচনে তিনে নেমে গিয়েছে বিজেপি। ভোটও কমেছে তাদের।

advertisement

একুশে এই আসনেই বিজেপি পেয়েছিল ২৪ শতাংশ ভোট। এবার যা কমে ১৪ শতাংশ। এমন পরিস্থিতিতে পদ্মের টার্গেট কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

'গুজরাতে হলে, বঙ্গে কেন নয়?’ বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "গুজরাতে এক সময় বিজেপি  ১০ শতাংশ ভোট পেত। এখন ৫১ শতাংশ ভোট পায়। অসম্ভব বলে রাজনীতিতে কিছু হয় না। আজ না হোক কাল, বাংলায় বিজেপি প্রতিটি বুথে একান্ন শতাংশ ভোট পাবে।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP: ২০২৪-এ বিজেপি-র নজরে দেশের ১৬০টি আসন! সভা করবেন মোদি-শাহরা, কেন এত গুরুত্ব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল