কিন্তু ১০০রও বেশি বিধায়ককে নিয়ে দিল্লির পাঁচতারায় বিজেপি-র ঘাঁটি গাড়া, নিখোঁজ কংগ্রেস বিধায়কদের নিয়ে টানাপোড়েন-- নিয়ে এত আয়োজনের পরও কী খালি হাতে ফিরতে হবে গেরুয়া শিবিরকে ?
সব জল্পনায় জল ঢেলে কংগ্রেস শিবিরে ফিরেছেন দুই বিধায়ক। আনন্দ সিংয়ের পর এদিন ভিমা নায়েকও প্রকাশ্যে আসেন। তাঁর দাবি, ‘‘ দলকে জানিয়েই ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। মোবাইলে চার্জ ছিল না। রাজ্যে নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই নেই। ’’
advertisement
অন্য তিন বিধায়কও দলের সঙ্গে থাকার কথাই জানিয়েছেন। সরকারের সংকট কাটছে বুঝে সুর চড়ায় কংগ্রেস ৷ একশোরও বেশি পাঁচতারা বিধায়ককে হোটেলে রাখতে বিপুল খরচেও ধাক্কা। তাতেও যেন পরোয়া নেই গেরুয়া শিবিরের।
ঘরের ভাড়া কমপক্ষে ৩০ হাজার টাকা
খাওয়া ও অন্যান্য খরচ আলাদা
১১০টি রুম বুক করা হয়েছে
দিনে কমপক্ষে খরচ ৫০ লক্ষ টাকা
কর্নাটকে বিজেপির ক্ষমতা দখলেও ক্ষমতা প্রায় ক্রমশ কমছে। লোকসভা ভোটের আগে আরও একবার অস্বস্তি গেরুয়া শিবিরে।