TRENDING:

Biplab Deb | Tripura : ‘দিদিকে বলো’র ধাঁচে ত্রিপুরায় বিপ্লব দেবের 'হেল্পলাইন’ চালু! কারণ নিয়ে ময়দানে 'দাদা'...

Last Updated:

Biplab Deb | Tripura : এবার থেকে CM Helpline, ১৯০৫-এ ফোন করলেই নাগরিকরা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ত্রিপুরা : এরাজ্যের ‘দিদিকে বলো’র (Didi Ke Bolo) ধাঁচে ত্রিপুরাতেও চালু হল ‘মুখ্যমন্ত্রী হেল্পলাইন’। ঠিক যেভাবে ‘দিদিকে বলো’র নম্বরে ফোন করে সাধারণ নাগরিকরা বিভিন্ন সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে জানাতে পারতেন, সেভাবেই ত্রিপুরাতেও (Biplab Deb Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করে নাগরিকরা নিজেদের সমস্যা, অভাব-অভিযোগ জানাতে পারবেন এমনটাই বলা হচ্ছে এই ক্যাম্পেনে। আজ ৬ সেপ্টেম্বর থেকে নতুন এই হেল্পলাইন (CM Helpline) নম্বর চালু হয়ে গেল ত্রিপুরায়।
advertisement

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতর ((Biplab Deb Tripura) থেকে জানানো হয়েছে, এবার থেকে CM Helpline, ১৯০৫-এ ফোন করলেই নাগরিকরা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। সোমবার সি এম হেল্পলাইনের আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নতুন এই পদক্ষেপ প্রশ্নে অবশ্য নিজেই কারণ খোলসা করলেন বিপ্লব দেব। এদিন তিনি বলেন, "কোভিডের আগে জনতার দরবার করতাম। এখন সেটা করতে পারছি না। শারীরিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। তাই এই হেল্পলাইন চালু করলাম। CM Helpline, ১৯০৫ প্রাথমিক ভাবে ধলাই জেলায় শুরু হয়েছিল। এখন পুরো রাজ্যে চালু হয়ে গেল। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আমাকে জানানো যাবে মানুষের সমস্যা।" একইসঙ্গে তিনি বলেন, "সমস্ত কাজ একসাথে করা সম্ভব হয় না। মানুষ কথা তো বলতে পারবে। কমিউনিকেশন বাড়বে। পরামর্শও নিতে চাই মানুষের।"

advertisement

চালু হল CM Helpline, 1905

প্রসঙ্গত, এরাজ্যে ২০১৯ লোকসভা নির্বাচনে পরপর ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনে তৃণমূলের (TMC) খারাপ ফলের পর এই কর্মসূচি তৃণমূলের জন্য রীতিমতো ‘গেমচেঞ্জার’ হয়ে দাঁড়ায়। দলের নিষ্ক্রিয় কর্মীরা যেমন সক্রিয় হয়ে উঠেছিলেন, তেমনি সরকারের ভাবমূর্তিও উজ্বল হয়েছে। এবার ত্রিপুরায় এই একই আঙ্গিকের উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।

advertisement

আরও খবর : ত্রিপুরায় মানিক সরকারের কনভয়ে হামলা! গাড়ি থেকে নেমে যা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী...

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

তৃণমূলের বক্তব্য, ত্রিপুরায় বিজেপি (BJP) জনভিত্তি হারিয়েছে। তাই বাংলার বিভিন্ন প্রকল্প অনুকরণ করে প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছে। স্থানীয় বিজেপি নেতারা পালটা বলছেন, “এর সঙ্গে ‘দিদিকে বলো’র কোনও সম্পর্ক নেই। জনদরদী মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার সমাধান করতে এই উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষ যাতে সহজেই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারে, সেটা নিশ্চিত করছে বিজেপি সরকার।” মোটের ওপর আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূলের উত্থানের আবহে বিপ্লব দেবের এই পদক্ষেপ রীতিমতো তাৎপর্যপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Biplab Deb | Tripura : ‘দিদিকে বলো’র ধাঁচে ত্রিপুরায় বিপ্লব দেবের 'হেল্পলাইন’ চালু! কারণ নিয়ে ময়দানে 'দাদা'...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল