পাহাড়ে বনধ চলাকালীন সরকারি সম্পত্তি ভাঙচুর। পুলিশের উপর বেলাগাম হিংসা। এসব অভিযোগ ফিকে হয়ে গিয়েছে এস আই অমিতাভ মালিক হত্যাকাণ্ডে।
পুলিশকর্মী খুনের ঘটনা অনেকটা বিপাকে ঠেলে দিয়েছে বিমল গুরুংকে। ঘটনার স্রোত যে কোন দিকে বাঁক নিতে পারে তা আন্দাজ করেই বিমল গুরুংকে শেষবারের মতো সতর্ক করে দিলেন বিনয় তামাং।
বিনয় তামাং মুখে বিমল গুরুংকে আইনের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন। আসলে ঘুরিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার বার্তাই দিতে চেয়েছেন গুরুংকে।
advertisement
গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সদস্য। একসময় বিমল গুরুঙের অত্যন্ত ঘনিষ্ঠ।
জিটিএ তৈরির আগে বিমল গুরুঙের পাশে দাঁড়িয়ে আন্দোলন শামিল হয়েছেন। কিন্তু, পাহাড় আন্দোলনের কৌশল নিয়ে বর্তমানে দু'জনের দুই মেরুতেই অবস্থান। কীভাবে এই ফাটল?
বিনয় তামাঙের দাবি, পাহাড়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলেছে। দাবি আদায়ে গণতান্ত্রিক পদ্ধতিকেই হাতিয়ার করছেন বিনয়-অনীতরা। সেখানে বিমল গুরুঙের হিংসাত্মক কৌশল পাহাড়কে অশান্ত দিয়েছে।