এই প্রসঙ্গে প্রবীণ সিপিআইএম নেতা তথা প্রাক্তন মেয়র বলেন, শাসক দলের কিছু নেতা যে প্রক্রিয়া ভোটার লিস্ট নিয়ে শুরু করেছেন আমি তাকে সাধুবাদ জানাই৷ আমরা তো স্ক্রুটিনি করি,শাসক দল-সহ সব রাজনৈতিক দলেরই করা উচিত। একই এপিক কার্ড নিয়ে নির্বাচন কমিশন যে যুক্তি দিচ্ছে তা একেবারেই ছেঁদো যুক্তি।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট… ‘খেলা শেষ’! বড় ঘোষণা করে দিল RBI, রিজার্ভ ব্যাঙ্কের ‘জরুরি’ আপডেট জানুন
advertisement
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন, “ভোটাররা ভোট দিতে গেলে এপিক নম্বরই দেখা হয় বুথে, আমার নিজের অভিজ্ঞতা আছে। কেউ দেখে না কোন পোলিং স্টেশন, বুথ ইত্যাদি। সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে দুর্বল যুক্তি সরিয়ে সঠিক পদক্ষেপ করতে হবে।”
অন্যদিকে বিজেপির শমীক ভট্টাচাৰ্য শাসকদলের তোলা ভুয়ো এপিক কার্ড অভিযোগ প্রসঙ্গে- বলেন, “মানুষ যখন প্রতিবাদে নেমেছে তখন তাঁরা নির্বাচন কমিশনকে টার্গেট করেছে। এটা কোনও অবস্থায় প্রভাব ফেলতে পারে না। একটা অংশকে বাদ দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কলকাতার মহানাগরিক, তিনিও নাকি ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছে। আসলে দিল্লির নির্বাচনের পর তৃণমূল ভয় পেয়ে নতুন নাটক করছে।”
