TRENDING:

Bikaner Cave Temple: ১৫০ ফুট গভীর প্রাচীন গুহায় প্রবাহিত জলধারা, সেখানেই রয়েছেন জাগ্রত দেবী

Last Updated:

Bikaner Cave Temple:রাজস্থানের বিকানেরের সুদর্শননগরের অন্তর্গত অন্নপূর্ণা মন্দিরের মাহাত্ম্যও কোনও অংশে ন্যূন নয়, তা একই সঙ্গে মনে ভক্তির পাশাপাশি ভীতিরও সঞ্চার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থানের বিকানেরের সুদর্শননগরের অন্তর্গত অন্নপূর্ণা মন্দিরের মাহাত্ম্যও গভীর। ভক্তরা এখানে দেবীকে ডেকে থাকেন গুফাওয়ালি মাতা নামে। এই প্রসঙ্গে এসে হিমাচলপ্রদেশের অতিপ্রসিদ্ধ বৈষ্ণোদেবী মন্দিরের কথাও বলতে হয়। সেও দেশের অন্যতম বিখ্যাত গুহামন্দির। কিন্তু বিকানেরের গুহামন্দির তাকেও টেক্কা দিতে পারে দৈর্ঘের নিরিখে। বৈষ্ণোদেবীর গুহামন্দির ৯৮ ফুট লম্বা, কিন্তু এখানে দেবীদর্শনের জন্য যেতে হয় ১৫০ ফুট লম্বা গুহার ভিতর দিয়ে। অবশ্য, শুধুই মা অন্নপূর্ণা নন, বিকানেরের এই গুহার ভিতরে স্থাপিত হয়েছে আরও অনেক মন্দির। রয়েছেন স্বয়ং বৈষ্ণো দেবী, ভৈরবনাথ, মনসাপূরণা হনুমান, নীলকণ্ঠ মহাদেব, ঋদ্ধি-সিদ্ধি গণেশ, বাবা রামদেব এবং শীতলা মাতা।
দেশের অন্যতম বিখ্যাত গুহামন্দির
দেশের অন্যতম বিখ্যাত গুহামন্দির
advertisement

পুরোহিত যোগেন্দ্র সহবাগ জানিয়েছেন যে ২০০ বছরের পুরনো এই মন্দিরবাসিনী মা অন্নপূর্ণা ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। শর্ত একটাই- আগে নাগনেচিজি মাতার পূজা এবং দর্শন সম্পন্ন করতে হবে ভক্তকে, একমাত্র তার পরেই অন্নপূর্ণা দেবী ভক্তের প্রতি প্রসন্ন হন। পুরোহিত এও জানাতে ভোলেননি যে আগে এই গুহামন্দিরে শতাধিক বাদুড়ের বাস ছিল, তারাই ছিল ভক্তদের ভয়ের কারণ। বছর ছয়েক হল তারা অন্তর্হিত হয়েছে আপন খেয়ালে, তার পরে ভক্তদের সুবিধার জন্য গুহার অভ্যন্তরে আলোর ব্যবস্থাও করা হয়েছে।

advertisement

গুফাওয়ালি মাতা এখানে ঝরনেওয়ালি মাতা নামেও পরিচিতা, এই গুহার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এক জলধারা। পুরোহিত জানিয়েছেন যে সন্ত শম্ভু বাবা এই গুহায় বাস করতেন, তপস্যা করতেন। তাঁর জলকষ্টের অভাব মেটাতেই মায়ের কৃপায় অলৌকিক ভাবে এক জলধারার উৎপত্তি হয়। শম্ভু বাবা এবং অমরাপুর বাবার সমাধিও রয়েছে এই গুহার ভিতরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অলৌকিকতায় পরিপূর্ণ এই মন্দিরে দেবীর রূপও অভিনব। দেবী এখানে অষ্টভুজা; ধনুক-কুঠার-গদা-চক্র-শঙ্খ-মাল্য-পদ্ম-বরাভয় ধারিণী। পুরোহিত জানিয়েছেন, অষ্টধাতুতে নির্মিত দেবীর রূপ নিশ্চিত ভাবেই ভক্তের মন কেড়ে নেয়।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bikaner Cave Temple: ১৫০ ফুট গভীর প্রাচীন গুহায় প্রবাহিত জলধারা, সেখানেই রয়েছেন জাগ্রত দেবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল