সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। পাটনার (Patna) গঙ্গার ঘাটে বসে কয়েকশো চাকরিপ্রার্থী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন একজন ইঞ্জিনিয়ার। গোটা দেশ সেই ছবি দেখে চমকে উঠেছে। গণক্লাসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সাহায্য করছেন একজন ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন- ১২২ টাকা লিটার হয়ে গেল পেট্রোল! দেশের 'এই শহরে' ডিজেল ১০৫ টাকা/লিটার
advertisement
সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কয়েকশো ছাত্র-ছাত্রী। তাও আবার গঙ্গার ঘাটে বসে গণ ক্লাসে। তাঁদের পড়াশোনায় সাহায্য করছেন এসকে ঝা (SK Jha) নামের এক ইঞ্জিনিয়ার। তিনি বিনা পারিশ্রমিকে চাকরিপ্রার্থীদের সরকারি চাকরিতে সাফল্য পেতে সাহায্য করছেন।
কেউ কেউ বসার জায়গা পাননি। তাতে কী! দাঁড়িয়েই সরকারি চাকরির প্রস্তুতি সারছেন তাঁরা। খাতা, পেন হাতে নিয়ে লেগে পড়েছেন একখানা চাকরি জোটাতে। প্রত্যেকে নিয়ম করে আসছেন গঙ্গার ঘাটের গণ ক্লাসে। তাঁদের জন্য প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে নিয়মিত।
এসকে ঝা বলছিলেন, “গোটা দেশে এখন ভয়ংকর বেকারত্ব থাবা বসিয়েছে। এই সমস্যাকে নির্মুল করতে শিক্ষক ও ছাত্ররা প্রতিদিন চেষ্টা করছে। এখানে যাঁরা ক্লাস করতে আসে তাঁরা সবাই ভদ্রঘরের ছেলে। ৩০-৩৫ জনের একটি দল টেস্ট পেপার ঘেঁটে এই ক্লাসে আসা চাকরিপ্রার্থীদের জন্য প্রশ্নপত্র তৈরি করে দিচ্ছে। আমরা যতটা পারছি, করছি। এই কাজের জন্য কেউ কোনও পারিশ্রমিক নিচ্ছে না।”
আরও পড়ুন- স্যানিটাইজার খেয়ে আত্মহত্যার চেষ্টা! দেশের 'এই শহর' নিয়ে চিকিত্সকরা চিন্তিত
বিহারে ১৪.৪ শতাংশ বেকারত্বের হার। যা কি না ভয়ঙ্কর। গত কয়েক বছরে সারা দেশেই মারাত্মক হারে বেড়েছে বেকারত্বের হার। এসকে ঝা ও তাঁর টিম বেকারদের সহায়তায় মাঠে নেমেছে। তিনি ও তাঁর টিমের সবাই মনে করছেন, শিক্ষিত মানুষরা সবাই মিলে এগিয়ে এলে এই সমস্যার সমাধান করা সম্ভব। াত্মক হারে বে