TRENDING:

সচিবালয়ে নিষিদ্ধ জিনস-টিশার্ট, কর্মচারীদের 'ভদ্র' পোশাক পরার নির্দেশ বিহার সরকারের

Last Updated:

টি-শার্ট, জিনসের পরিবর্তে সাধারণ, ভদ্র ও হাল্কা রঙের পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: রাজ্যের সচিবালয়ে নিষিদ্ধ টি-শার্ট ও জিনস, এমনই ফরমান জারি করেছে বিহার সরকার । কর্মীদের পদ নির্বিশেষে প্রত্যেককে মেনে চলতে হবে এই নয়া নিয়ম।
advertisement

টি-শার্ট, জিনসের পরিবর্তে সাধারণ, ভদ্র ও হাল্কা রঙের পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে ।

এমন অনেক কর্মচারি আছেন যারা অফিসের সংস্কৃতি বিরুদ্ধ পোশাক পরে আসছেন ও সেই ধারা রুখতেই এই নির্দেশ জারি করা হয়েছে, জানিয়েছেন বিহার সরকারের আপার সেক্রেটারি মহাদেব প্রসাদ । এবার থেকে সকলকে ফর্মাল পোশাকেই আসতে হবে ।

advertisement

কাজের ধরণ ও আবহাওয়া অনুযায়ী ভদ্র, আরামদায়ক ও হাল্কা রঙের পোশাক পরে কাজে আসুন , নির্দেশ রাজ্য সরকারের।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
সচিবালয়ে নিষিদ্ধ জিনস-টিশার্ট, কর্মচারীদের 'ভদ্র' পোশাক পরার নির্দেশ বিহার সরকারের