আস্থা প্রস্তাবের বিতর্কের সময় নিজের বক্তৃতায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান এবং নীতীশ কুমারের নতুন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানান নতুন এই জোট হবে ‘ঐতিহাসিক’। তেজস্বী যাদব বলেন, “আমি একজন ক্রিকেটার এবং এই পার্টনারশিপ হইচই সৃষ্টি করবে। এটি একটি অন্তহীন, ঐতিহাসিক ইনিংস হতে চলেছে। আমাদের জুটি দীর্ঘস্থায়ী হবে। কেউই রানআউট হবে না।”
advertisement
আরও পড়ুন- "সময় দেন না তিন গান্ধিই", কংগ্রেসের মুখপাত্র পদ থেকে ইস্তফা জয়বীর শেরগিলের!
বিতর্ক চলাকালীন বিজেপির তারাকিশোর প্রসাদ প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমারকে আক্রমণ করে জানান, নীতীশ ‘রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছেন। নীতীশ কুমারের ‘নিজের দমে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা’ নিয়ে উপহাস করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এদিনের বিধানসভা অধিবেশন শুরু হয় বিজেপির স্পিকার বিজয় কুমার সিনহার পদত্যাগ দিয়ে। মহাজোট ক্ষমতায় আসার পরপরই অনাস্থা প্রস্তাবের প্রতিক্রিয়ায় পদত্যাগ করেন তিনি। ফ্লোর টেস্টের সভাপতিত্ব করেন জনতা দল ইউনাইটেডের ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারী।
আস্থা ভোটের কয়েক ঘণ্টা আগেই দলীয় প্রধানের ‘চাকরির বদলে জমি’ কেলেঙ্কারির অভিযোগে পটনায় সুনীল সিং, সুবোধ রাই, ডক্টর ফৈয়াজ আহমেদ এবং আশফাক করিমের বাড়িতে অভিযান চালায় সিবিআই।
আরও পড়ুন- "নীতীশের সঙ্গে ঐতিহাসিক ইনিংস, কেউ রান আউট হব না," জোট নিয়ে আশাবাদী তেজস্বী যাদব
নীতীশ কুমার মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েকদিন পরেই সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষাটি হল। সবচেয়ে বেশি আসন আরজেডির। মন্ত্রিসভায় ৩১ জন মন্ত্রীর মধ্যে, আরজেডির মন্ত্রী ১৬ জন, তারপরেই নীতীশ কুমারের জেডিইউয়ের ১১ জন। দুইজন কংগ্রেসের, জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা এবং একজন নির্দল বিধায়কও মন্ত্রী হয়েছেন।