TRENDING:

Valentine's Day Love Story: স্ত্রীর চিতাভস্মে রোজ গোলাপ রেখে নতজানু হয়ে আমৃত্যু প্রেম নিবেদন বৃদ্ধের

Last Updated:

Valentine's Day Love Story: জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী স্মৃতি রক্ষাই ছিল বৃদ্ধের জীবনধারণের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা : ভোলানাথ অলোক ছিলেন বিহারের বাসিন্দা। তাঁর প্রেমের কাহিনি হয়তো স্থান পাবে না ইতিহাসের কোথাও। কিন্তু তাতে কমে যাবে না তাঁর প্রেম ও নিবেদনের বর্ণময়তা। ভোলানাথ আজ প্রয়াত। নেই তাঁর স্ত্রী-ও। জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী স্মৃতি রক্ষাই ছিল বৃদ্ধের জীবনধারণের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী স্মৃতি রক্ষাই ছিল বৃদ্ধের জীবনধারণের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য
জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী স্মৃতি রক্ষাই ছিল বৃদ্ধের জীবনধারণের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য
advertisement

উচ্চশিক্ষিত প্রবীণ ভোলানাথের ইচ্ছে ছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁর নিথর দেহের পাশে থাকবে প্রয়াত স্ত্রীর চিতাভস্ম। তাঁর বিশ্বাস ছিল, এভাবেই মৃত্যুতেও তাঁদের প্রেম চিরশাশ্বত হয়ে থাকবে।

আরও পড়ুন :  শরীরে একাধিক ফ্র্যাকচার নিয়ে শয্যাশায়ী কনে, হাসপাতালে এসে বিয়ে করলেন বর

তাঁর শেষ ইচ্ছে পূর্ণ হয়েছে। গত বছর ২৪ জুন প্রয়াত হন ভোলানাথ। এর পর তাঁর জামাই অশোক সিং বৃদ্ধের সেই ইচ্ছে পূর্ণ করেন। ইচ্ছের জন্ম আরও তিন দশক আগে। ১৯৯০ সালের ২৫ মে প্রয়াত হন ভোলানাথের স্ত্রী পদ্মরানি। তার পর ৩২ বছর ধরে প্রয়াত স্ত্রীর চিতাভস্ম সাজিয়ে রেখেছিলেন ভোলানাথ।

advertisement

সিপাহি টোলায় তাঁর বাড়ির ঠিক পাশে একটি আমগাছে। তাঁর কাছে সেটি ছিল ভালবাসা ও প্রেমের প্রতীক। গাছের ডালে ঝোলানো ছিল চিতাভস্ম। রোজ সেখানে এসে একটি গোলাপ নিবেদন। তার পর নতজানু হয়ে প্রেম নিবেদন ও স্ত্রীকে স্মরণ করতেন ভোলানাথ। জ্বেলে দিতেন ধূপকাঠি।

advertisement

ভোলানাথের জামাই মনে করেন তাঁর প্রয়াত শ্বশুরমশাই পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কথায়, "আমার শ্বশুরমশাইয়ের তাঁর স্ত্রীর প্রতি ভালবাসা ও নিবেদন শেখায় প্রকৃত প্রেম কাকে বলে।’’ এই প্রেমকাহিনি শেষ হয়ে যাক, চায় না পরবর্তী প্রজন্ম। তাই যেখানে ভোলানাথের স্ত্রীর চিতাভস্ম ছিল, সেখানে তাঁর নিজের চিতাভস্মও মিশিয়ে দেওয়া হয়েছে। প্রেমের ধারাকে প্রবহমান রাখতে চায় নতুন প্রজন্ম। বাড়ি থেকে কোনও কাজে বেরনোর সময় এবং বাড়িতে প্রবেশের সময় ওই চিতাভস্মের আধারকে প্রণাম করে উত্তরসূরিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রেমের পথ চলা যেন শেষ না হয়...

বাংলা খবর/ খবর/দেশ/
Valentine's Day Love Story: স্ত্রীর চিতাভস্মে রোজ গোলাপ রেখে নতজানু হয়ে আমৃত্যু প্রেম নিবেদন বৃদ্ধের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল