পটনা: বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুক্রবার। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোটে জয়ের ম্যাজিক ফিগার ১২২। বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। ১৪ নভেম্বর, শুক্রবার, ভোট গণনা এবং দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে পটনার মসনদ। ইতিমধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিহারের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর সেই ভোটের ফলাফল সবার আগে দেখতে নজর রাখুন News 18 Bangla–র পাতায়।
advertisement
ভোট গণনা সকাল ৮টায় শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে এবং ৮.৩০ থেকে ইভিএম গণনা শুরু হবে। গণনা শুরু হওয়ার দু-ঘণ্টার মধ্যেই জানা যাবে লেটেস্ট ট্রেন্ড। ভোট গণনার সময়, প্রতিটি গণনা হলে ১৪+১ টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। ১৪টি টেবিলে ইভিএমের গণনা হবে, আর একটি টেবিল সহকারী নির্বাচনী অফিসার পরিচালনা করবেন। প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং সহকারী এবং একজন মাইক্রো ওভসারভার থাকবেন। ভোট গণনার ফলাফলের অফিসিয়াল তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে।
স্ট্রং রুমে ইভিএম ও ভিভিপ্যাট রাখা হয়েছে কড়া নিরাপত্তায়। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CAPF) ভেতরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এবং জেলা পুলিশ গণনা কেন্দ্রের বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতীতের ট্র্যাক রেকর্ড বলে, বিহারে জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল এর আগেও সম্পূর্ণ উল্টোদিকে ঘুরেছে। গতবারেও মেলেনি। মেলেনি তার আগেরবারও অর্থাৎ ২০১৫ সালেও। এমনকী গত লোকসভা নির্বাচনের ফলাফলও জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার উল্টোদিকেই হেঁটেছে। বুথ ফেরত সমীক্ষার ‘আব কী বার চারশো পার’-কে বুড়ো আঙুল দেখিয়ে দুশো চল্লিশেই আটকে গেছিল এনডিএ। সেবার মোটামুটি ১৬টা বুথ ফেরত সমীক্ষার কথা জানা গিয়েছিল। যাদের মধ্যে ১৩টি সংস্থা এনডিএ-কে জিতিয়ে দিয়েছিল এবং মাত্র ২টি সংস্থার সমীক্ষায় ইন্ডিয়া মঞ্চকে এগিয়ে রাখা হয়েছিল। ১টি সংস্থা জানিয়েছিল দুই শিবিরের আসনসংখ্যা সমান সমান হবে। লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল আমাদের জানা।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫.০৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮.৭৬ শতাংশ। দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬.৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৯.৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২.৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪.৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। প্রায় ৭১.৬ শতাংশ।
