TRENDING:

Bihar Election Results Update: মাত্র ৩০ ভোটে জয়! গভীর রাত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, বিহারে শূন্যর গেরো থেকে বাঁচল মায়বতীর বিএসপি

Last Updated:

শেষ পর্যন্ত বিএসপি-র সতীশকুমার যাদব পান ৭২,৬৮৯টি ভোট৷ অন্যদিকে বিজেপির অশোককুমার যাদব পেয়েছেন ৭২,৬৫৯টি ভোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহারে গেরুয়া এবং নীতীশ ঝড়ের সামনে কার্যত উড়ে গিয়েছেন বিরোধীরা৷ প্রধান বিরোধী দল আরজেডি তো বটেই, গত বারের বিধানসভা নির্বাচনে ভাল ফল করা সিপিআইএমএল-এর মতো দলও এবার মাত্র ২ আসন পেয়েছে৷ খাতাই খুলতে পারেনি প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷
বিহারে খাতা খুলল মায়াবতীর দল৷
বিহারে খাতা খুলল মায়াবতীর দল৷
advertisement

তবে অল্পের জন্য হলেও বিহার বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো থেকে বেঁচেছে মায়াবতীর দল বিএসপি৷ বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টিতে প্রার্থী দিয়েছিল বিএসপি৷ তার মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছে মায়াবতীর দল৷ তাও মাত্র ৩০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মায়াবতীর দলের প্রার্থী৷

এরকমই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে বিহারের রামগড় কেন্দ্র৷ এই কেন্দ্র থেকে বিএসপি প্রার্থী সতীশ কুমার যাদব মাত্র ৩০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন৷

advertisement

বিহারের অধিকাংশ বিধানসভা কেন্দ্রের গণনা শেষ হয়ে গেলেও বক্সার লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামগড় কেন্দ্রের গণনা চলে শুক্রবার গভীর রাত পর্যন্ত৷ কারণ শেষ পর্যন্ত সেখানে বিএসপি এবং বিজেপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল৷ ভোটগণনার শুরু থেকে বিএসপি প্রার্থী সতীশ কুমার যাদব এগিয়ে থাকলেও যত সময় গড়াতে থাকে, ততই বিজেপি প্রার্থীর সঙ্গে বিএসপি প্রার্থীর ব্যবধানও কমতে থাকে৷

advertisement

শেষ পর্যন্ত বিএসপি-র সতীশকুমার যাদব পান ৭২,৬৮৯টি ভোট৷ অন্যদিকে বিজেপির অশোককুমার যাদব পেয়েছেন ৭২,৬৫৯টি ভোট৷ এই কেন্দ্রে তৃতীয় হয়েছেন আরজেডি প্রার্থী অজিত কুমার৷ তিনি পেয়েছেন ৪১,৪৮০টি ভোট৷ অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির প্রার্থী পেয়েছেন মাত্র ৪,৪২৬টি ভোট৷

সেরা ভিডিও

আরও দেখুন
ক্লাসরুম ছেড়ে সাইকেলে 'গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর' যাত্রা, গঙ্গা পরিষ্কারের পাঠ দিলেন শিক্ষ
আরও দেখুন

রামগড় বরাবরই আরজেডি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত৷ ২০০৫ সাল থেকে এই কেন্দ্রে কখনও আরজেডি, কখনও বিজেপি জিতেছে৷ ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও রামগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১৮৯ ভোটে বিএসপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন আরজেডি প্রার্থী৷ ২০২৪ সালের উপনির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর থেকে ১৮২৪ ভোটে পিছিয়ে ছিলেন বিএসপি প্রার্থী৷ ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও বিহারে মাত্র একটি আসনেই জয়ী হয় মায়াবতীর বিএসপি৷ যদিও চণ্ডীপুর কেন্দ্রের সেই বিএসপি বিধায়ক মহম্মদ জামা খান ভোটে জেতার পর বিএসপি ছেড়ে নীতীশ কুমারের দল জেডিইউ-তে যোগ দিয়ে মন্ত্রীও হয়ে যান৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Results Update: মাত্র ৩০ ভোটে জয়! গভীর রাত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, বিহারে শূন্যর গেরো থেকে বাঁচল মায়বতীর বিএসপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল