দুপুর দেড়টা পর্যন্ত গণনায় যা দেখা যাচ্ছে, সিপিআই(এমএল) ১৪ টি আসনে এগিয়ে রয়েছে। সিপিআই এগিয়ে রয়েছে ৩টি আসনে, সিপিএম এগিয়ে রয়েছে ২টি আসনে। মাত্র ২৯টি আসনে বামেরা প্রার্থী দিয়েছিল। সেক্ষেত্রে এই ট্রেন্ড যদি বামেরা শেষ পর্যন্ত বজায় রাখতে পারে, তবে নতুন করে বিহারে অক্সিজেন পাবে বাম শিবির।
বিহারে আসন ভাগাভাগি নিয়ে মহাগঠবন্ধনে বেশ মতোবিরোধ ছিল। বারবার টানাপোড়েন সামনে আসায় হস্তক্ষেপ করেন লালুপ্রসাদ যাদব। স্থির হয় আরজেডি কংগ্রেসের জোটে শামিল হবে তিন বাম দল যথা সিপিআই(এমএল), সিপিআই, সিপিএম। এর মধ্যে লিবারেশন প্রার্থী দেয় ১৯টি আসনে। সিপিআই প্রার্থী দেয় ৬ আসনে, আর সিপিএম প্রার্থী দেয় ৪ আসনে।
advertisement
এই আসনগুলিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারলে, বামেরা নতুন করে রাজনৈতিক গুরুত্ব পাবেন বলেই মনে করছেন ভোট পর্যবেক্ষকরা। এর প্রভাব পড়তে পারে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও।