বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট করোনা,পরিযায়ী ইস্যু ও বেকারত্ব সমস্যা ভালমতোই প্রভাব ফেলেছে নীতীশের জনপ্রিয়তায় ৷ সমীক্ষার রিপোর্টেই দেখা গিয়েছে করোনাকে সামলাতে নীতীশ সরকারের ব্যর্থতা উষ্মা তৈরি করেছে রাজ্যের মানুষের মনে ৷ একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরকারের প্রথমদিকের অমানবিক ব্যবহারও ভুলতে পারেননি সাধারণ মানুষ ৷ জীবিকা হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে কোনও ব্যবস্থা করেননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ করোনার আতঙ্কের সঙ্গে অভুক্ত থাকার যন্ত্রণা, জীবন-জীবিকার অনিশ্চয়তায় পরিযায়ী শ্রমিকদের কষ্ট ক্ষোভ তৈরি করেছে বাকিদের মনেও ৷ করোনা পর্বের আগে রাজ্যের বেকার সমস্যা নিয়ে বার বার সমালোচনায় বিদ্ধ হয়েছে নীতীশ কুমারের সরকার তবুও সমাধান আসেনি ৷ এই সবেরই জেরে যুবা তেজস্বীতেই ভরসা করতে চাইছে বিহারের নতুন প্রজন্ম ৷ নীতীশের প্রতি তিক্ততা জনপ্রিয়তা বাড়িয়েছে তেজস্বীর ৷ সমীক্ষা বলছে রাজ্যের ৪৪ শতাংশ মানুষ লালুপুত্র তেজস্বীকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পটনার মসনদে দেখতে চান ৷ সেখানে নীতীশের পোড় খাওয়া নেতৃত্বকে চাইছেন মাত্র ৩৫ শতাংশ মানুষ ৷
advertisement
তেজস্বীর জনপ্রিয়তায় নীতীশ ম্লান হলেও মসনদের অঙ্কটা এতটা সরল নয় ৷ নীতীশ বিরোধী মতের কারণেই বড়সড় ইমেজ ড্যামেজ হয়েছে এনডিএ-এরও ৷ তবে একইসঙ্গে বিহারে বিজেপির জনপ্রিয়তা ও ব্র্যান্ড নীতীশ দুটো আলাদা ফ্যাক্টর ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী নীতীশের উপর উষ্মা থাকলেও তা বিজেপির ভোটে থাবা বসায়নি বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ বিজেপির ভাল ফলে ভরসায় কড়া টক্করে রয়েছে এনডিএ জোট