TRENDING:

Bihar Election Mega Exit Poll 2025: বিহারে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ ১৪০-১৫০, 'মহাগঠবন্ধন' পেল কত? ক'টি আসন গেল প্রশান্ত কিশোরের ঝুলিতে?

Last Updated:

Bihar Election Mega Exit Poll 2025: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের শেষে নজরে এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষা শুরু হতেই দেখা যাচ্ছে প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে। যেখানে অনেক পিছিয়ে মহাগঠবন্ধন। অন্যদিকে ভোটকৌশলী হলেও, বিহারের ভোটে কোনও প্রভাবই ফেলতে পারলেন না প্রশান্ত কিশোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের শেষে নজরে এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষা শুরু হতেই দেখা যাচ্ছে প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে। যেখানে অনেক পিছিয়ে মহাগঠবন্ধন। অন্যদিকে ভোটকৌশলী হলেও, বিহারের ভোটে কোনও প্রভাবই ফেলতে পারলেন না প্রশান্ত কিশোর।
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ বুথ ফেরত সমীক্ষা
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ বুথ ফেরত সমীক্ষা
advertisement

মঙ্গলবার ১১ নভেম্বর দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ইঙ্গিত দিয়ে দিল এক্সিট পোল। একনজরে দেখে নেওয়া যাক কী বলছে নিউজ 18 বাংলার বুথ ফেরত সমীক্ষা।

আরও পড়ুন: ১১, ১২, ১৩, ১৪ নভেম্বর…! ভারী বৃষ্টি সতর্কতা, শৈত্যপ্রবাহ হুঁশিয়ারি একাধিক রাজ্যে, বাংলাতেও আবহাওয়ার রদবদল, আপডেট দিল IMD

advertisement

নিউজ১৮ মেগা এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, ১৪০-১৫০টি আসন নিয়ে স্পষ্ট জয়ের পূর্বাভাস দিচ্ছে এনডিএ। জেডি(ইউ) এবং বিজেপির এনডিএ কার্যত স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দিয়েছে এই বুথ ফেরত সমীক্ষায়। ১৪০-১৫০টি আসনের প্রত্যাশা করা হচ্ছে এনডিএ-র কাছ থেকে।

Bihar Assembly Election Results ( বিহার নির্বাচন রেজাল্ট) 2025 Live Updates in Bangla

advertisement

এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের তুলনায় মহাগঠবন্ধনের পারফরম্যান্স দুর্বল হতে চলেছে ২০২৫-এ। মহাজোট পেতে পারে ৮৫-৯৫টি আসন। অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে আসতে পারে ০-৫ আসন।

নিউজ১৮ মেগা এক্সিট পোল

advertisement

এনডিএ: ১৪০-১৫০ আসন

এমজিবি: ৮৫-৯৫ আসন

জেএসপি: ০-৫ আসন

অন্যান্য: ৫-১০ আসন

প্রসঙ্গত, সাতটি বুথ ফের সমীক্ষাতেই এনডিএ-কে ১৫০-এর কাছাকাছি আসন দেওয়া হয়েছে। একটি বাদে সব বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে, ১০০ আসনের গণ্ডি পেরোতে পারবে না মহাগঠবন্ধন। এদিকে এই বুথ ফেরত সমীক্ষাগুলির ইঙ্গিত দেখে উৎসাহিত হয়ে উঠেছে এনডিএ শিবির। তবে এখনই হাল ছাড়তে নারাজ মহাগঠবন্ধন। তাদের দাবি, প্রকৃত ফল অন্যরকম হবে।

advertisement

আরও পড়ুন: প্রাথমিকের ৩২০০০ চাকরি বাতিল মামলা…! ‘অনিয়ম শুধু ৩৬০ নিয়োগে’, তথ্য দিয়ে দুর্নীতি তত্ত্ব ওড়ালো রাজ্য

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
আরও দেখুন

প্রসঙ্গত, দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল বিহারে। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল প্রকাশিত হবে। তার আগে এই বুথ ফেরত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র, নিশ্চিত ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Mega Exit Poll 2025: বিহারে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ ১৪০-১৫০, 'মহাগঠবন্ধন' পেল কত? ক'টি আসন গেল প্রশান্ত কিশোরের ঝুলিতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল