মঙ্গলবার ১১ নভেম্বর দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ইঙ্গিত দিয়ে দিল এক্সিট পোল। একনজরে দেখে নেওয়া যাক কী বলছে নিউজ 18 বাংলার বুথ ফেরত সমীক্ষা।
advertisement
নিউজ১৮ মেগা এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, ১৪০-১৫০টি আসন নিয়ে স্পষ্ট জয়ের পূর্বাভাস দিচ্ছে এনডিএ। জেডি(ইউ) এবং বিজেপির এনডিএ কার্যত স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দিয়েছে এই বুথ ফেরত সমীক্ষায়। ১৪০-১৫০টি আসনের প্রত্যাশা করা হচ্ছে এনডিএ-র কাছ থেকে।
এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের তুলনায় মহাগঠবন্ধনের পারফরম্যান্স দুর্বল হতে চলেছে ২০২৫-এ। মহাজোট পেতে পারে ৮৫-৯৫টি আসন। অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে আসতে পারে ০-৫ আসন।
নিউজ১৮ মেগা এক্সিট পোল
এনডিএ: ১৪০-১৫০ আসন
এমজিবি: ৮৫-৯৫ আসন
জেএসপি: ০-৫ আসন
অন্যান্য: ৫-১০ আসন
প্রসঙ্গত, সাতটি বুথ ফের সমীক্ষাতেই এনডিএ-কে ১৫০-এর কাছাকাছি আসন দেওয়া হয়েছে। একটি বাদে সব বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে, ১০০ আসনের গণ্ডি পেরোতে পারবে না মহাগঠবন্ধন। এদিকে এই বুথ ফেরত সমীক্ষাগুলির ইঙ্গিত দেখে উৎসাহিত হয়ে উঠেছে এনডিএ শিবির। তবে এখনই হাল ছাড়তে নারাজ মহাগঠবন্ধন। তাদের দাবি, প্রকৃত ফল অন্যরকম হবে।
প্রসঙ্গত, দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল বিহারে। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল প্রকাশিত হবে। তার আগে এই বুথ ফেরত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র, নিশ্চিত ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
