যে ১ হাজার ৪৫৮ জনের নাম পাওয়া গিয়েছে, এঁরা নাকি সকলেই চাকরি পেতে জমি লিখে দিয়েছিলেন ঘুষ হিসাবে, এমনই দাবি করেছে তদন্তকারী সংস্থা। বলা হয়েছে, যাদব পরিবারের বিভিন্ন সদস্যদের নামে এই জমা দান করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, এই লিস্ট তৈরি করেছিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে, বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। গত মাসে তল্লাশির সময় এই হার্ডডিস্কটি উদ্ধার করে সিবিআই।
advertisement
আরও পড়ুনঃ বীরভূমে এ বারে অবৈধ টোল প্লাজা! কত ছিল গাড়ি পিছু টাকা? সিবিআইয়ের চক্ষু চড়কগাছ
আরও পড়ুনঃ নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা
সিবিআই-এর তরফ থেকে বলা হয়েছে, এর মধ্যে ১৬ জন চাকরি প্রার্থীর বিষয়টি যাচাই করেও দেখা হয়েছে। এই ঘটনা ঘটে, যখন ইউপিএ-১ সরকারের আমলে লালুপ্রসাদ যাদব কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। সিবিআই সূত্রে আরও খবর পাওয়া গিয়েছে, সিবিআই রেল মন্ত্রককে এই বিষয় নিয়ে দ্রুত একটি চিঠি লিখবে। যেখানে এ ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ঘুষ হিসাবে নেওয়া জমি সরাসরি লালু বা তাঁর নিকটতম পরিবারের সদস্যদের নামে নেওয়া হত না, হত বিভিন্ন আত্মীয়, বন্ধুদের নামে। তার পর যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা রেলওয়ের গ্রুপ ডি-বিভাগে দেশের বিভিন্ন প্রান্তে কাজে যোগ দেন বলেও খবর।