রাজৌন থানার আধিকারিক ঋষি রাজ জানান ইতিমধ্যেই বাঙ্কার এসপি অফিসে বারাহাট থানার এসএইচও দীপক পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: অফিসে না এসেও ‘উপস্থিত’, জালিয়াতি করে ধরা পড়লেন কেন্দ্রীয় কর্মী! ঘটনা শুনলে অবাক
পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার সময় বারাহাট থানার অফিসার ইন চার্জ দীপক পাসওয়ান গাড়ির মধ্যেই ছিলেন। সেই সময়েই তিনি ঋষি রাজ সিং-কে অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং শারীরিক ভাবে নিগ্রহ করেন। এর মাঝেই ঋষি তাঁর অধস্তন কর্মী দীপককে বলেন ভদ্র ভাবে কথা বলতে কিন্তু, অভিযোগ তিনি না শোনেন নি উলটে তাঁর বুকে একের পর এক ঘুষি মারতে থাকেন।
advertisement
এরপরেই ঋষি লিখিতভাবে অভিযোগ জানান। তিনি চিঠিতে লেখেন, তিনি পদে ঊর্ধ্বতন জেনেও দীপকের ব্যবহারে কোনও পরিবর্তন আসে নি। এবং তিনি তাঁকে শারীরিক নির্যাতন করতে থাকেন।
এরজন্যেই তিনি বাঙ্কা জেলার এসপি ডঃ সত্য প্রকাশকে অভিযোগ জানিয়েছেন।