বর্তমানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতমালা প্রকল্পের অধীনে এই সেতুটি তৈরি হচ্ছে। শুক্রবার সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ত্রাণ ও উদ্ধার কাজে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পোষ্য কুকুর কি টিভির দিকে তাকিয়ে বসে থাকে? সত্যিই কি সে টিভি দেখে? কীসের ইঙ্গিত এটি জানলে চমকে যাবেন
advertisement
গত বছর ২৩ জুন বিহারের ভাগলপুর জেলায় গঙ্গার উপর নির্মীয়মাণ একটি সেতু পুরোপুরি ভেঙে পড়েছিল। এই ঘটনার সময় সেতুটিতে কোনও নিমার্ণকর্মী না থাকায় প্রাণহানি হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ সম্পূর্ণ গঙ্গায় মিশে যায়।
সেতু ভেঙে পড়ার দৃশ্যটি মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন এলাকায় উপস্থিত বেশ কয়েক জন। তাতে দেখা গিয়েছে, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে সেতুটি ভেঙে পড়ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।