TRENDING:

Bihar Assembly Election Results 2025: ১২টা আসনের ১২টাতেই হার? রাহুলের বড় ভরসা...বিহার ভোটে ভরাডুবি উপ মুখ্যমন্ত্রীর মুখ ‘মাল্লার ছেলে’রও!

Last Updated:

২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে অবশ্য ৪টি আসনে জয় পেয়েছিলেন একদা বলিউড সেট ডিজাইনার মুকেশ সাহানির দল৷ কিন্তু, এবারের ১২টা আসনের ১২টাতেই হারছে তারা৷ মুকেশি নিজে এবার ভোটে না দাঁড়ালেও দাঁড়িয়েছিলেন তাঁর ভাই গৌরা বৌরাম৷ তবে জিতছেন না তিনিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: বিকাশশীল ইনসান পার্টি প্রধান মুকেশ সাহানি৷ নিজেকে সগর্বে ‘মাল্লার ছেলে’ হিসাবে পরিচয় দিতে ভালবাসেন৷ যে মুকেশ বিরোধী মহাগঠবন্ধন জোটের উপ মুখ্যমন্ত্রী মুখও৷ গোটা উত্তর বিহারেরই জেলেদের উপরেই রয়েছে মুকেশ সাহানির প্রভাব৷ যার উপরে বড় ভরসা করেছিলেন রাহুল-তেজস্বী, সেই সাহানিরও ভরাডুবি হল ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনে৷
News18
News18
advertisement

বিরোধী ‘মহাগঠবন্ধন জোটে’ মহা দরকষাকষি করে ১২ আসন ছিনিয়ে নিয়েছিলেন মুকেশ৷ যে আরজেডির বিরোধিতা করে একসময় মোদির হাত ধরে যাঁর রাজনীতিতে পা রাখা, সেই রাজনীতির স্বার্থেই তিনি হাত মিলিয়েছিলেন আরজেডির সঙ্গে৷ শুধু তাই নয়, রাজনীতির কারবারিরা মনে করছিলেন, তেজস্বীর ‘তেজ’কে নিয়ন্ত্রণে রাখতে রাহুলের অন্যতম ‘হাতিয়ারই’ নাকি ছিলেন এই মুকেশ৷

আরও পড়ুন: বলে বলে ঘরে তুললেন সিট! বিহারের রথী-মহারথীদের মাঝে ‘নতুন স্টারে’র উদয়, নাম চিরাগ পাসোয়ান

advertisement

২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে অবশ্য ৪টি আসনে জয় পেয়েছিলেন একদা বলিউড সেট ডিজাইনার মুকেশ সাহানির দল৷ কিন্তু, এবারের ১২টা আসনের ১২টাতেই হারছে তারা৷ মুকেশি নিজে এবার ভোটে না দাঁড়ালেও দাঁড়িয়েছিলেন তাঁর ভাই গৌরা বৌরাম৷ তবে জিতছেন না তিনিও৷

বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোটে জয়ের ম্যাজিক ফিগার ১২২। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত হিসেবে এনডিএ শিবির এগিয়ে রয়েছে ২০৮টি আসনে। তাদের এগিয়ে থাকা আসন সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে বিরোধীদের ‘মহাগঠবন্ধন’-এর এগিয়ে থাকা আসন কমে হয়েছে ২৮।

advertisement

আরও পড়ুন: মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে ১০,০০০! আর সঙ্গে ‘কট্টা সরকার’… মাত্র ৫টা অঙ্কেই বিহারে বাজিমাত নীতীশের

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ার রাজকুমার বানান এমন বাঁশি, যা শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক বিশ্বাস, রীতিনীতিরও অংশ
আরও দেখুন

২০১৪ লোকসভা নির্বাচনের আগে বিহারের জনজাতির মুখ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বেছে নিয়েছিলেন মুকেশ সাহানিকে৷ কিন্তু, নির্বাচন পরবর্তীকালে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে বিজেপি ছাড়েন সাহানি৷ ক্রমে গড়ে তোলেন নিজের দল৷ গোটা উত্তর বিহারেরই জেলেদের উপরেই রয়েছে মুকেশ সাহানির প্রভাব৷ তাই সাহানিকে পাশে নিয়ে জেলেদের সঙ্গে জলে নেমে ভোটের আগে বিরোধী শিবিরের নৈকট্যের বার্তাও দিতে চেয়েছিলেন রাহুল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election Results 2025: ১২টা আসনের ১২টাতেই হার? রাহুলের বড় ভরসা...বিহার ভোটে ভরাডুবি উপ মুখ্যমন্ত্রীর মুখ ‘মাল্লার ছেলে’রও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল