TRENDING:

ECI Results | Bihar Election Result 2025: পটনায় প্রত্যাবর্তন, বিহারে ফের নীতীশ-রাজ

Last Updated:

Bihar Election Commission of India Results 2025 | Bihar Election Result 2025 Live Updates in Bangla: দলের অবস্থা শোচনীয়। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তিনটি আসনে জিতেছে আরজেডি। এগিয়ে আছে আরও ২৪টি আসনে। এটাই চূড়ান্ত ফল হলে ২০২০ সালের তুলনায় অর্ধেকেরও নীচে নেমে যেতে পারে আরজেডির আসন সংখ্যা। তবে রাঘোপুরে লড়াই চালিয়ে যাচ্ছেন তেজস্বী। আপাতত ২৭ রাউন্ড গণনা শেষে ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এখনও তিন রাউন্ড গণনা বাকি রাঘোপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

নীতীশ-বিজেপির NDA? নাকি তেজস্বী-রাহুলের মহাজোট? বিহারের রায় কার দিকে? বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তণ? আগামী ৫ বছরের জন্য বিহারের কুর্সি কার? শুক্রবার তামাম দেশবাসীর নজর ছিল সেইদিকেই! সকাল ৮ টা থেকে শুরু হয় ভোটগননা। কিন্তু দিনের শেষে স্পষ্ট হয়ে ওঠে পটনায় প্রত্যাবর্তন, বিহারে ফের নীতীশ-রাজ-ই!

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫.০৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮.৭৬ শতাংশ। দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬.৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৯.৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২.৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪.৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। প্রায় ৭১.৬ শতাংশ।

বিহারে ক্লিনসুইপ NDA-র, বিপুল সংখ্যানগরিষ্ঠতার পথে NDA
বিহারে ক্লিনসুইপ NDA-র, বিপুল সংখ্যানগরিষ্ঠতার পথে NDA
advertisement
Nov 14, 20256:10 PM IST

পটনায় প্রত্যাবর্তন, বিহারে ফের নীতীশ-রাজ

পটনায় প্রত্যাবর্তন, বিহারে ফের নীতীশ-রাজ! বিহারে ক্লিনসুইপ NDA-র। গেরুয়া ঝড়ে ফের পাটলিপুত্র দখল! মগধজয়ে খুশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী! এক্স হ্যান্ডলে ‘বিকাশের জয়’ বলে বার্তা। ‘বিকাশের পক্ষেই বিহার’-পোস্ট মোদির। ‘জঙ্গলরাজের জবাব দিয়েছে বিহার’ দাবি শাহর। বিহারের ভোটে শোচনীয় ফল হয়েছে বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর। একতরফে ভাবে জয়ী হচ্ছে নীতীশ-বিজেপির জোট।
Nov 14, 20255:57 PM IST

ECI Results | Bihar Election Result 2025 LIVE: তারাপুর থেকে ৪৫ হাজারেরও বেশি ব্যবধানে জয়ী বিজেপি-র সম্রাট

তারাপুর থেকে জয়ী বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী সম্রাট চৌধরি। ৪৫ হাজারেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
Nov 14, 20256:11 PM IST

ECI Results | Bihar Election Result 2025 LIVE:বিহারে ক্লিনসুইপ NDA-র, বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে NDA

বিহারে ক্লিনসুইপ NDA-র, বিপুল সংখ্যানগরিষ্ঠতার পথে NDA। ম্যাজিক ফিগার পার করে অনেক এগিয়ে! ভোটের ফলে বহু পিছিয়ে তেজস্বীর আরজেডি। বিহারের ময়দানে ধরাশায়ী কংগ্রেস।
advertisement
Nov 14, 20255:13 PM IST

Bihar Election Result 2025 Live: দলের পতন হলেও লড়াই করে জয়ের পথে তেজস্বী যাদব

দলের অবস্থা শোচনীয়। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তিনটি আসনে জিতেছে আরজেডি। এগিয়ে আছে আরও ২৪টি আসনে। এটাই চূড়ান্ত ফল হলে ২০২০ সালের তুলনায় অর্ধেকেরও নীচে নেমে যেতে পারে আরজেডির আসন সংখ্যা। তবে রাঘোপুরে লড়াই চালিয়ে যাচ্ছেন তেজস্বী। আপাতত ২৭ রাউন্ড গণনা শেষে ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এখনও তিন রাউন্ড গণনা বাকি রাঘোপুরে।
Nov 14, 20254:53 PM IST

Bihar Election Result 2025 Live: বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বিহারের ভোটে কে কোথায়?

বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হিসাবে এনডিএ এগিয়ে রয়েছে ২০৩টি আসনে। এর মধ্যে বেশ কিছু আসনে ইতিমধ্যে চূড়ান্ত ফল প্রকাশ্যে চলে এসেছে। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৩৩টি আসনে।
Nov 14, 20254:44 PM IST

Bihar Election Result 2025 Live: রাঘোপুরে ৮৫২৩ ভোটে এগিয়ে গিয়েছেন তেজস্বী যাদব

রাঘোপুরে ৮৫২৩ ভোটে এগিয়ে গিয়েছেন তেজস্বী যাদব৷ ৩০ রাউন্ডের মধ্যে ২২ রাউন্ডের গণনাই শেষ হয়েছে৷
advertisement
Nov 14, 20254:02 PM IST

Bihar Election Result 2025 Live: ৮০০০-এরও বেশি ভোটে পিছিয়ে তেজস্বী যাদব

রাঘোপুর বিধানসভা কেন্দ্রে গণনাপর্বের অর্ধেক পথ অতিক্রান্ত। ৩০ রাউন্ডের মধ্যে ১৫ রাউন্ডের ফলাফল ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে ৮৪৬১ ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী।
Nov 14, 20253:47 PM IST

Bihar Election Result 2025 Live: এনডিএ এগিয়ে ২০৮ আসনে, 'মহাগঠবন্ধন'-এর এগিয়ে থাকা আসন কমে হয়েছে ২৮

দুপুর সাড়ে তিনটে পর্যন্ত হিসেবে এনডিএ শিবির এগিয়ে রয়েছে ২০৮টি আসনে। তাদের এগিয়ে থাকা আসন সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে বিরোধীদের ‘মহাগঠবন্ধন’-এর এগিয়ে থাকা আসন কমে হয়েছে ২৮।
Nov 14, 20253:45 PM IST

Bihar Election Result 2025 Live: মহিলাদের আস্থার জয়: জেডিইউ

বিহারে ভোটের আগে সরকারি প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠায় নীতীশের সরকার। এ বার ভোটে জয় দৃশ্যত নিশ্চিত করে ফেলার পরে জেডিইউ সমাজমাধ্যম পোস্টে লিখল, ‘বিহারের মহিলাদের আস্থার জয় হয়েছে।’ এনডিএ-র জয়কে ‘বিহারবাসীর জয়’ বলেও জানিয়েছে তারা।
advertisement
Nov 14, 20253:28 PM IST

Bihar Election Result 2025 Live: জয়ী জেলবন্দি 'বাহুবলী' অনন্ত সিং, ২৮ হাজারেরও বেশি ভোটে জয়ী

মোকামায় জয়ী এনডিএ-র জেলবন্দি প্রার্থী অনন্ত সিং। ২৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন জেডিইউ-এর এই ‘বাহুবলী’ নেতা। ভোটের প্রচারের সময়েই খুনের মামলায় গ্রেফতার হন তিনি।
Nov 14, 20253:26 PM IST

Bihar Election Result 2025 Live: বিহারের পটনায় সেজে উঠল পার্টি অফিস

বিহারের পটনায় সেজে উঠল পার্টি অফিস, দেখুন  
পটনা পার্টি অফিস
Nov 14, 20253:04 PM IST

Bihar Election Result 2025 Live: নিজের আসনেই পিছিয়ে তেজস্বী যাদব, জয়ের পথে বিজেপির সতীশ কুমার

রাঘোপুর কেন্দ্র থেকে এখনও পিছিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব৷ বেলা তিনটেতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৮২৯ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷ জয়ের পথে বিজেপির সতীশ কুমার।
advertisement
Nov 14, 20253:01 PM IST

Bihar Election Result 2025 Live: মহিলাদের মন জয় করেই ফের নীতীশের ভাল ফল

.
Nov 14, 20252:35 PM IST

Bihar Election Result 2025 Live: জয়ের পথে এনডিএ, বিপর্যয় তেজস্বীদের! পিকে-র ভরাডুবি

.
Nov 14, 20251:52 PM IST

Bihar Election Result 2025 Live: বিহারে প্রথম জয় ঘোষণা শালিনী মিশ্রর

বিহার বিধানসভা নির্বাচনে কেশরিয়া থেকে প্রথম জয় ঘোষণা জেডিইউ-এর শালিনী মিশ্রর। হারালেন বরুণ বিজয়কে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ECI Results | Bihar Election Result 2025: পটনায় প্রত্যাবর্তন, বিহারে ফের নীতীশ-রাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল