নীতীশ-বিজেপির NDA? নাকি তেজস্বী-রাহুলের মহাজোট? বিহারের রায় কার দিকে? বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তণ? আগামী ৫ বছরের জন্য বিহারের কুর্সি কার? শুক্রবার তামাম দেশবাসীর নজর ছিল সেইদিকেই! সকাল ৮ টা থেকে শুরু হয় ভোটগননা। কিন্তু দিনের শেষে স্পষ্ট হয়ে ওঠে পটনায় প্রত্যাবর্তন, বিহারে ফের নীতীশ-রাজ-ই!
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫.০৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮.৭৬ শতাংশ। দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬.৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৯.৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২.৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪.৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। প্রায় ৭১.৬ শতাংশ।
