TRENDING:

Bihar Assembly Election 2025: ‘মুখ তো নীতীশ, কিন্তু রিমোট কন্ট্রোল..,’ বিহারে প্রথম প্রচারে রাহুল গান্ধি, পাশে তেজস্বী

Last Updated:

রাহুলের কথায়, ‘‘তিন-চারটে লোক বিহারকে কন্ট্রোল করে৷ বিজেপি কন্ট্রোল করে৷ ওদের হাতেই রিমোট কন্ট্রোল রয়েছে এবং ওরা সামাজিক ন্যায়বিচার করে না৷ আমি জাতি সুমারি করা নিয়ে লোকসভায় নরেন্দ্র মোদির সামনে দাঁড়িয়ে বলেছি৷ উনি একটা কথাও বলেননি৷ বিজেপি সামাজিক ন্যায়বিচার চায় না৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

পটনা: বিহার বিধানসভা নির্বাচনে এই প্রথমবার মহাগঠবন্ধন জোটের হয়ে প্রচারে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বুধবারের প্রচারসভায় তাঁর সঙ্গে ছিলেন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদব৷ এদিন তাঁর বক্তৃতায় নীতীশ কুমারের কড়া সমালোচনা করতে দেখা যায় কংগ্রেস নেতাকে৷ রাহুল দাবি করেন, বিহারের এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হলেও, তিনি আসলে শুধুই মুখ মাত্র, আসল রিমোট কন্ট্রোল রয়েছে বিজেপির হাতে৷

advertisement

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, ‘‘নীতীশজি’র মুখ ব্যবহার করা হচ্ছে মাত্র৷ রিমোট কন্ট্রোল রয়েছে বিজেপির হাতে৷ আপনারা ভাববেন না যে, পিছিয়ে পড়া গোষ্ঠীর কথা তারা শুনছে৷’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী নিয়ে বড় ঘোষণা! নীতীশ নিয়ে অবশেষে সিদ্ধান্ত, ‘কোনও আসন খালি থাকবে না’

advertisement

রাহুলের কথায়, ‘‘তিন-চারটে লোক বিহারকে কন্ট্রোল করে৷ বিজেপি কন্ট্রোল করে৷ ওদের হাতেই রিমোট কন্ট্রোল রয়েছে এবং ওরা সামাজিক ন্যায়বিচার করে না৷ আমি জাতি সুমারি করা নিয়ে লোকসভায় নরেন্দ্র মোদির সামনে দাঁড়িয়ে বলেছি৷ উনি একটা কথাও বলেননিবিজেপি সামাজিক ন্যায়বিচার চায় না৷’’

advertisement

এছাড়া, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধেও সুর চড়ান রাহুল৷ বলেন, ‘‘দেখুন আপনার ফোনের পিছনে কী লেখা আছে৷ মেড ইন চায়নাজিএসটি শুরু করে মোদি সমস্ত ক্ষুদ্র শিল্প নষ্ট করে দিয়েছেন৷ যা-ই আপনি দেখবেন, সবই চিনের তৈরি৷ আমরা বলছি, বিষয়টা মেড ইন চায়না হবে না, মেড ইন বিহার হবে৷ মোবাইল, শার্ট, প্যান্ট সব বিহারে তৈরি হবে, বিহারের যুবকেরা সেই সমস্ত কারখানায় কাজ করবে৷ আমরা তেমন বিহার চাই৷’’

advertisement

আরও পড়ুন: খাস কলকাতায় উদ্ধার তাড়া তাড়া নোট…কোটি পার! গোনা চলছে এখনও, ইডি-র তল্লাশি তারাতলায়

অন্যদিকে, দীর্ঘ টালবাহানার পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমারের কথা উঠে এসেছে বিজেপির শীর্ষ স্থানীয় নেতা অমিত শাহের মুখে৷ এতদিন পর্যন্ত, যা স্পষ্ট করে উচ্চারণ করেনি বিজেপির কেউ-ই৷ যা নিয়ে বারবার টার্গেট করেছে মহাগঠবন্ধন জোট৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: ‘মুখ তো নীতীশ, কিন্তু রিমোট কন্ট্রোল..,’ বিহারে প্রথম প্রচারে রাহুল গান্ধি, পাশে তেজস্বী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল