পটনা: আজ, ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার মাধ্যমে বিহারে শেষ হল ভোটগ্রহণ। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল।
বিহারে এবার ভোট হল দুই দফায়। প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়েছিল, ১২২টি আসনে ভোট হল মঙ্গলবার। কে জিতবে বিহারের বিধানসভা ভোটে, আভাস পাওয়া যাবে বুথ ফেরত সমীক্ষায়।
এবারের নির্বাচনে এনডিএ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১০১টি আসনে বিজেপি, ১০১টি আসনে জেডিইউ, ২৮টি আসনে চিরাগ পাসোয়ানের এসজেপি (রাম বিলাস), ৬টি করে আসনে লড়েছে এইচএএম এবং আরএলপি। একটি আসনে লড়বেন নির্দল প্রার্থী। অন্য দিকে মহাগঠবন্ধনের হয়ে ১৪৩টি আসনে লড়বে আরজেডি, ৬১টি আসনে কংগ্রেস, ২০টি আসনে সিপিআইএমএল, ৩১টি আসনে লড়বে অন্যান্য দল।
ঐতিহাসিক ভাবে এবার বিহারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে প্রথম দফায়। এই ভোটে জেতা নিয়ে আত্মবিশ্বাসী দুই শিবিরই। শুক্রবার ভোটের ফলের আগে বিহার ভোটে কে জিতবে তার আভাষ পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়।
(বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়৷ এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷ আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল৷)
