সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করেছেন নিয়া, যেখানে তাঁকে বেশ লাস্যময়ী ভঙ্গিতে কোনও এক হোটেলের ঘরে এক কৌচে বসে থাকতে দেখা যাচ্ছে। সাদা সোয়েটার, শর্টস, উজ্জ্বল জুতো আর সোনালি চেনের সাজে নজরকাড়া রূপে ধরা দিয়েছেন নিয়া। এর মধ্যে তেমন অবাক হওয়ার মতো কিছু নেই। সত্যি বলতে কী, জামাই রাজা (Jamai Raja), নাগিন (Naagin) এবং ইশক মে মরজাওয়াঁর (Ishq Mein Marjawan) মতো ধারাবাহিকে উষ্ণতার পারদ চড়েছে নিয়ার কল্যাণে, যতটা না অভিনয়ে, তার চেয়ে ঢের বেশি করে মোহময়ী রূপের জন্য সবার আকর্ষণের কেন্দ্রে এসে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সঙ্গে রয়েছে তাঁর ঠোঁটকাটা স্বভাব, সেটাকেও বাদ দেওয়া যাবে না। এই দুই হিসাব মিলিয়েই খুব সম্ভবত রাখির বদলে বিগ বস ওটিটি-র ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে উঠে এসেছে নিয়ার নাম, তাঁকেই বেছে নিয়েছেন শো-কর্তৃপক্ষ। আর তার স্পষ্ট সমর্থন মিলছে নিয়ার পোস্টের ছবির সঙ্গে থাকা হ্যাশট্যাগেও; #ItnaOTT, #BBOTT, #BiggBossOTT, #BBOTTOnVoot, #Voot, #BiggBoss, #Vootselect তার সাক্ষ্য দিচ্ছে। তাছাড়া লিখেও দিয়েছেন নিয়া স্পষ্টাস্পষ্টি- 'চলো কুছ তুফানি করতে হ্যায়... BB OTT on 1st September'!
দেখা যাক, ওয়াইল্ড কার্ড এন্ট্রির ওয়াইল্ডনেস কী ভাবে সামলান বিগ বস ওটিটি-র অন্য প্রতিযোগীরা!