TRENDING:

Bigg Boss OTT: ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের ঘরে আসছেন Nia Sharma!

Last Updated:

সাদা সোয়েটার, শর্টস, উজ্জ্বল জুতো আর সোনালি চেনের সাজে নজরকাড়া রূপে ধরা দিয়েছেন নিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যা দেখা যাচ্ছে, হিসাবটা এক ধাক্কায় ওলোট-পালোট হয়ে গেল! অবশ্য, বিগ বসের (Bigg Boss) ঘরে শুধু একটা জিনিসই চলে হিসাব মেনে আর সেটা হল তাঁর হুকুম! বাকি সবটাই তো অপ্রত্যাশিত- কখন যে কী হবে, তা ঘুণাক্ষরেও টের পাওয়ার জো নেই আগে থেকে! এমনই টানটান এই রিয়্যালিটি শোয়ের বিনোদনের চাদর! সেই চাদর গায়ে জড়িয়ে এবারের সিজন, যা কি না ওটিটি প্ল্যাটফর্মে চলছে, সেখানে আসার কথা ছিল রাখি সাওয়ান্তের (Rakhi Swant)! যার জন্য বিগ বসের বাড়ির সামনে রীতিমতো ধর্নাও দিয়েছিলেন রাখি। তবে বিগ বস ওটিটি-র (Bigg Boss OTT) হোস্ট তো করণ জোহর (Karan Johar), যাঁর পক্ষপাতিত্ব রাখির প্রতি সব চেয়ে বেশি থাকে, সেই সলমন খান (Salman Khan) নন! ফলে, ওটিটি প্ল্যাটফর্মে আর ওয়াইল্ড কার্ড এন্ট্রি (Wild Card Enyry) হিসাবে রাখির ঠাঁই হল না, তার বদলে এই জায়গা নিতে চলেছেন ছোটপর্দার অন্যতম বিতর্কিত নায়িকা নিয়া শর্মা (Nia Sharma)! সম্প্রতি এই জল্পনায় একরকম সিলমোহর পড়ে গিয়েছে বললে খুব একটা ভুল হবে না, নিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সাম্প্রতিক পোস্ট অবশ্যই যার কারণ হিসাবে দায়ী!
advertisement

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করেছেন নিয়া, যেখানে তাঁকে বেশ লাস্যময়ী ভঙ্গিতে কোনও এক হোটেলের ঘরে এক কৌচে বসে থাকতে দেখা যাচ্ছে। সাদা সোয়েটার, শর্টস, উজ্জ্বল জুতো আর সোনালি চেনের সাজে নজরকাড়া রূপে ধরা দিয়েছেন নিয়া। এর মধ্যে তেমন অবাক হওয়ার মতো কিছু নেই। সত্যি বলতে কী, জামাই রাজা (Jamai Raja), নাগিন (Naagin) এবং ইশক মে মরজাওয়াঁর (Ishq Mein Marjawan) মতো ধারাবাহিকে উষ্ণতার পারদ চড়েছে নিয়ার কল্যাণে, যতটা না অভিনয়ে, তার চেয়ে ঢের বেশি করে মোহময়ী রূপের জন্য সবার আকর্ষণের কেন্দ্রে এসে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সঙ্গে রয়েছে তাঁর ঠোঁটকাটা স্বভাব, সেটাকেও বাদ দেওয়া যাবে না। এই দুই হিসাব মিলিয়েই খুব সম্ভবত রাখির বদলে বিগ বস ওটিটি-র ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে উঠে এসেছে নিয়ার নাম, তাঁকেই বেছে নিয়েছেন শো-কর্তৃপক্ষ। আর তার স্পষ্ট সমর্থন মিলছে নিয়ার পোস্টের ছবির সঙ্গে থাকা হ্যাশট্যাগেও; #ItnaOTT, #BBOTT, #BiggBossOTT, #BBOTTOnVoot, #Voot, #BiggBoss, #Vootselect তার সাক্ষ্য দিচ্ছে। তাছাড়া লিখেও দিয়েছেন নিয়া স্পষ্টাস্পষ্টি- 'চলো কুছ তুফানি করতে হ্যায়... BB OTT on 1st September'!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেখা যাক, ওয়াইল্ড কার্ড এন্ট্রির ওয়াইল্ডনেস কী ভাবে সামলান বিগ বস ওটিটি-র অন্য প্রতিযোগীরা!

বাংলা খবর/ খবর/দেশ/
Bigg Boss OTT: ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের ঘরে আসছেন Nia Sharma!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল