TRENDING:

Viral: মাত্র ১ টাকার বিনিময়ে ১০০০ বর্গফুট জমির উপর বিশাল বাড়ি ভাড়াটেদের দিয়ে দিলেন বাড়িওয়ালা

Last Updated:

Viral: পরিবারের ২০০ বছরের প্রাচীন বাড়িতে দীর্ঘ কয়েক দশক ধরে ভাড়া থাকতেন চার পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল : বাড়িওয়ালা-ভাড়াটের চেনা বিবাদে উলটপুরাণ ছবি ধরা পড়ল ভোপালে৷ জানা গিয়েছে সেখানে বাড়ি ও জমির মালিক তাঁর ভাড়াটেদের মাত্র ১ টাকার বিনিময়ে দিয়ে দিয়েছেন ভূসম্পত্তি৷ অচিরেই ভাইরাল হয়ে পড়েছে তাঁর এই কীর্তি৷ ভোপালের মালওয়া মিল স্কোয়ারের কাছে ৪৭ নম্বর ওয়ার্ডে সম্পন্ন গুপ্তা পরিবারের ২০০ বছরের প্রাচীন বাড়িতে দীর্ঘ কয়েক দশক ধরে ভাড়া থাকতেন চার পরিবার৷
মাত্র ১ টাকার বিনিময়ে দিয়ে দিয়েছেন ভূসম্পত্তি (প্রতীকী ছবি)
মাত্র ১ টাকার বিনিময়ে দিয়ে দিয়েছেন ভূসম্পত্তি (প্রতীকী ছবি)
advertisement

আর্থিক সঙ্কটের জেরে অনেক বছর ধরেই ভাড়ার টাকা মেটাতে পারছিলেন না এই চার পরিবারের ভাড়াটেরা৷ তাঁদের এক একটি পরিবারের জন্য বরাদ্দ ছিল মাত্র ২৫০ থেকে ৩০০ বর্গফুট জায়গা৷ কিছু দিন আগে প্রবল বর্ষণে ধসে পড়ে বাড়ির একাংশ৷ এর পরই পুরসভা থেকে নোটিস আসে ওই প্রাচীন বাড়ি খালি করে দেওয়ার জন্য৷

advertisement

কিন্তু ওই চার পরিবারের অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না৷ পুরসভার নির্দেশে তাঁদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে৷ এই সঙ্কট মুহূর্তে ত্রাতা হয়ে পাশে দাঁড়ান বাড়িওয়ালা৷ গুপ্ত পরিবারের পক্ষ থেকে দীনেশ গুপ্ত জানান শৈশবে অভাব প্রত্যক্ষ করেছেন তিনি৷ জানেন কীভাবে দারিদ্র প্রভাবিত করে মানুষের জীবনকে৷ সাতের দশক থেকে তাঁরা সপরিবারে ওই পৈতৃক বাড়িতে থাকছিলেন৷ বর্তমান প্রজন্মের পারিবারিক কর্ণধাররা একসঙ্গে আলোচনা করেন পরিস্থিতি নিয়ে৷ তার পর সহমত হন যে পারিবারিক বাড়িটি ভাড়াটেদের দিয়ে দেওয়া হোক৷ কারণ ওই বাড়ি এই মুহূর্তে তাঁদের থেকে অনেক বেশি প্রয়োজন দরিদ্র ভাড়াটেদের৷ এর পর প্রতীকী ১ টাকার বিনিময়ে ওই প্রাচীন বাড়ি হাতবদল হয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

আজ থেকে ২০০ বছর আগে ১০০০ বর্গফুট জমিতে তৈরি প্রাচীন বাড়িটি ১ টাকার বিনিময়ে ভাড়াটেদের দিয়ে দেন গোবিন্দ গুপ্তা, বিজয় গুপ্তা, সত্যনারায়ণ গুপ্তা এবং দীনেশ গুপ্তা৷ বাড়ির মালিকানা লিখিতভাবে লাভ করেন রঞ্চোর শেঠিয়া, রমেশ ভার্মা, সুনীতা জেতরওয়াল এবং লীলাবাঈ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Viral: মাত্র ১ টাকার বিনিময়ে ১০০০ বর্গফুট জমির উপর বিশাল বাড়ি ভাড়াটেদের দিয়ে দিলেন বাড়িওয়ালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল