তদন্তকারী অফিসার অবধেশ সিং তোমার পিটিআইকে বলেন, শর্মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। চিত্রার মৃত্যু কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। রিপোর্ট এলে মত্যুর কারণ আরও স্পষ্ট হবে। সুইসাইড নোটে প্রবীণ ডাক্তারের আর্জি, তাঁদের দু’জনের দেহ ভোপাল এমস-এ দান করে দেওয়া হোক। যাতে সেগুলি কাজে লাগে পড়ুয়াদের। জীবনের শেষ চিঠিতে ডাক্তার হরিকিষেণ লিখেছেন স্ত্রীর মৃত্যু তাঁকে মানসিক ভাবে বিধ্বস্ত করে দিয়েছিল। মানসিক অবসাদের শিকার মেয়ের দেখভাল করতেও তাঁর সমস্যা হচ্ছিল। তাঁর ছেলের মৃত্যু হয়েছে আগেই। তাঁর নিজের মৃত্যুর পর মেয়ের কী হবে, সেই চিন্তাতেও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।
advertisement
আরও পড়ুন : পর্যটকদের জন্য বড় খবর! রেলপথে জুড়ছে বজ্রড্রাগনের দেশ! এ বার ট্রেনেই যাওয়া যাবে ভুূটান
কোভিড-১৯ মহামারির সময় ডাক্তার হরিকিষণ এবং তাঁর মেয়ে নিরলসভাবে রোগীদের চিকিৎসা করেছিলেন বলে জানিয়েছেন তাঁদের পরিচিত মহল৷ হরিকিষেণের বাড়িতেই ছিল তাঁর ডিসপেন্সারি৷ নির্ধারিত সময়ের পর দীর্ঘ ক্ষণ পেরিয়ে গেলেও রবিবার ডিসপেন্সারির দরজা খোলেনি কেউ৷ অপেক্ষমাণ এক রোগী শেষে প্রতিবেশীদের জানান৷ তার পর জানালায় উঁকি দিলে ডাক্তার হরিকিষেণের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়৷ এর পর পুলিশে খবর দেওয়া হয়৷
Disclaimer:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)