TRENDING:

এবার দ্বিগ্বিজয় সিংকে আতঙ্কবাদী বললেন সাধ্বী প্রজ্ঞা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: ফের বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞার ৷ ভোপালের বিজেপি প্রার্থী মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের প্রচার শুরু হতে না হতেই একের পর এক বেফাঁস মন্তব্য ৷ এবার নিজের লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দিগ্বিজয় সিংকে নাম না করে আতঙ্কবাদী বলে সম্বোধন করলেন সাধ্বী প্রজ্ঞা ৷
advertisement

বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা সীহৌরে প্রচারে বেরিয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলায় বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা চিনি মিলের কথা তোলেন সাধ্বী ৷ বলেন, ‘নিজের ব্যক্তিগত ব্যবসা বাড়াতে গিয়ে চিনি ও তেল মিল বন্ধ করিয়েছেন উনি ৷ কাজ হারিয়েছেন শতাধিক মানুষ ৷ এই আতঙ্কবাদী কাজকর্ম অবিলম্বে শেষ হওয়া উচিত ৷ এই কাজের জন্য আবারও এক সন্ন্যাসীকে দাঁড়াতে হয়েছে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এখানেই শেষ নয়, প্রজ্ঞা ঠাকুর লাগাতার কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংকে নাম না করে আক্রমণ করতে থাকেন ৷ একের পর এক কুরুচিকর মন্তব্য করতে থাকেন সাধ্বী প্রজ্ঞা ৷ বলেন, ‘১৬ বছর আগে উমা দিদি ওনাকে হারিয়েছিলেন ৷ এরপর রাজনীতি থেকে বিদায় নিতে হয় ওনাকে ৷ আবার যখন উনি রাজনীতি ময়দানে নেমেছেন তখন আবারও একজন সন্ন্যাসী আসতে হল ৷ এবার ওনার আতঙ্ক ছড়ানো এমনভাবে বন্ধ হবে যে আর উঠতেই পারবেন না ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এবার দ্বিগ্বিজয় সিংকে আতঙ্কবাদী বললেন সাধ্বী প্রজ্ঞা