আজ থেকেই বাংলায় ভারত জোড়ো, ন্যায় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধি। কোচবিহারে তিনি আজই প্রবেশ করেছেন। যদিও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এই যাত্রা আসছে। কিন্তু কেউ তাঁকে এখনও এই বিষয়ে কিছু জানায়নি। যদিও কংগ্রেস শিবিরের তরফে জানানো হয়, তাঁরা বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছেন। এদিন ফের জয়রাম রমেশ আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
এদিকে সূত্রের খবর, ফালাকাটার টাউন ক্লাব ময়দানে সেখানে আজ যাচ্ছেন না রাহুল গান্ধি। কোচবিহারের খাগড়াবাড়ি থেকে আলিপুরদুয়ারে হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে দিল্লি উড়ে যাচ্ছেন। হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে আকাশপথে দিল্লি উড়ে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা কাটছাঁট করে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল গান্ধি।
আরও পড়ুন : শৈত্যপ্রবাহ চরমে…! রাজ্যে রাজ্যে স্কুল ছুটির ঘোষণা! তালিকায় বাংলা? পড়ুয়াদের বড় আপডেট
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির। তাই জন্য তিনি দিল্লি উড়ে যাচ্ছেন। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির। আবার ২৮ জানুয়ারি সকাল বেলায় ফালাকাটার টাউন ক্লাবে কংগ্রেসের ন্যায় যাত্রায় তিনি অংশগ্রহণ করবেন। ফলে আপাতত কোচবিহার থেকে ন্যায়যাত্রা ২৬ এবং ২৭ তারিখ দুইদিন স্থগিত থাকবে।