TRENDING:

বেটি বাঁচাও, বেটি পড়াও ? পানিপথে উদ্ধার পরিত্যক্ত দুই কন্যাসন্তান

Last Updated:

হরিয়ানার পানিপথ জেলায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ক্যাম্পেন শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই রাজ্যেই পানিপথ এলাকার সেক্টর ১২ থেকে দু’টি সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিয়ানা: হরিয়ানার পানিপথ জেলায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ক্যাম্পেন শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই রাজ্যেই পানিপথ এলাকার সেক্টর ১২ থেকে দু’টি সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করল পুলিশ ৷ বুধবার রাতে তোয়ালেতে মোড়ানো অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় ৷ শিশুকন্যা দুটি যমজ ৷ একটি ঝুড়ির মধ্যে ৫ হাজার টাকা ও দুধের বোতল সমেত তাদের ফেলে রেখে যায় পরিবারের সদস্যরা ৷ মেয়ে হওয়ায় তাদের পরিত্যাগ করেছে পরিবার বলে অনুমান পুলিশের ৷
advertisement

জানা গিয়েছে, যে ব্যক্তি শিশু দুটিকে ওখানে ছেড়ে রেখে যায়, তিনি এলাকার দুটি বাড়ির বেলও বাজিয়ে যায় ৷ এলাকার বাসিন্দারা শিশু দুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ৷ স্থানীয় হাসপাতালে তাদের মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷

পানিপথ চিফ মেডিকেল অফিসার জানান, ‘দুটি সদ্যজাত কন্যাসন্তানকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ শিশু দুটি যমজ ৷ তাদের বয়স দু’দিন ৷’

advertisement

তবে কারা ওই শিশু দুটিকে রাস্তায় রেখে দিয়ে যায় তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি ৷

পুলিশ জানিয়েছে, কোনও একটি ধনী পরিবারেই জন্ম হয়েছে শিশু দুটির ৷ তাদের গায়ে ব্র্যান্ডেড জামাকাপড় ছিল  ৷

সূত্রের খবর, সদ্যজাত দু’জনের বাবা মা জানতেন তাদের যমজ সন্তান হতে চলেছে ৷ তাই আশা ছিল একজন ছেলে হবে ৷ কিন্তু তা না হওয়ায় দু’জনকে পরিত্যাগ করেছে পরিবার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, তারা সন্তান দুটির বাবা মাকে খোঁজার চেষ্টা করছে  ৷ কিন্তু তাদের হদিশ না পাওয়া গেলে অনাথআশ্রমে পাঠানো হবে সন্তান দুটিকে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বেটি বাঁচাও, বেটি পড়াও ? পানিপথে উদ্ধার পরিত্যক্ত দুই কন্যাসন্তান