জানা গিয়েছে, যে ব্যক্তি শিশু দুটিকে ওখানে ছেড়ে রেখে যায়, তিনি এলাকার দুটি বাড়ির বেলও বাজিয়ে যায় ৷ এলাকার বাসিন্দারা শিশু দুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ৷ স্থানীয় হাসপাতালে তাদের মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷
পানিপথ চিফ মেডিকেল অফিসার জানান, ‘দুটি সদ্যজাত কন্যাসন্তানকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ শিশু দুটি যমজ ৷ তাদের বয়স দু’দিন ৷’
advertisement
তবে কারা ওই শিশু দুটিকে রাস্তায় রেখে দিয়ে যায় তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি ৷
পুলিশ জানিয়েছে, কোনও একটি ধনী পরিবারেই জন্ম হয়েছে শিশু দুটির ৷ তাদের গায়ে ব্র্যান্ডেড জামাকাপড় ছিল ৷
সূত্রের খবর, সদ্যজাত দু’জনের বাবা মা জানতেন তাদের যমজ সন্তান হতে চলেছে ৷ তাই আশা ছিল একজন ছেলে হবে ৷ কিন্তু তা না হওয়ায় দু’জনকে পরিত্যাগ করেছে পরিবার ৷
পুলিশ জানিয়েছে, তারা সন্তান দুটির বাবা মাকে খোঁজার চেষ্টা করছে ৷ কিন্তু তাদের হদিশ না পাওয়া গেলে অনাথআশ্রমে পাঠানো হবে সন্তান দুটিকে ৷