২১ জুলাইয়ের ঘটনা৷ মণিপুরে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে যোগ দিতে গিয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা আথিরা পুরষোত্তামান নামের এক তরুণী৷ মিছিল থেকে ফেরার সময় আথিরা অ্যাপের মাধ্যমে একটি অটো বুক করার চেষ্টা করছিলেন৷ কিন্তু, বারবার অটোচালকেরা ট্রিপ ক্যানসেল করে দেওয়ায় শেষ পর্যন্ত মোটরবাইক বুক করেন আথিরা৷
আরও পড়ুন: ছবি দেখে আঁতকে উঠবেন, একী অবস্থা বারাণসীর! জলের নীচে ৮৪ ঘাট, ডুবেছে মণিকর্ণিকাও
advertisement
আথিরা জানাচ্ছেন, মোটরবাইকটি যখন আসে, তখন দেখা যায় সেই গাড়ির নম্বরের সঙ্গে অ্যাপে থাকা বাইকের নম্বর মিলছে না৷ চালক যুক্তি দেন অ্যাপে থাকা বাইকটি সার্ভিসিংয়ে গিয়েছে৷ তাই তিনি অন্য বাইক ব্যবহার করছেন৷
এমনটা প্রায়শই হয়ে থাকে ভেবে ওই বাইকে ওঠেন তরুণী৷ কিন্তু, অভিযোগ, কিছুক্ষণ পরেই, বাইকচালকটি একটি শুনশান রাস্তা দিয়ে বাইক চালাতে শুরু করেন৷ সেই রাস্তায় আশেপাশে আর কোনও গাড়ি দেখতে পাচ্ছিলেন না ওই তরুণী৷
বিষয়টি ভেবে যখন ভয় পাচ্ছেন, সেই সময়েই ঘটল সেই ঘটনা৷ তরুণী জানাচ্ছেন, হঠাৎই একটা হাতে মোটর বাইক চালাতে শুরু করে ওই ব্যক্তি৷ আর অন্য হাত চলে যায় তার নিজের গোপনাঙ্গে৷ বাইক চালাতে চালাতেই এক হাতে চলতে থাকে চালকের ঘৃণ্য কাজ৷
গোটা বিষয়টি বুঝতে পারলেও রাস্তা ফাঁকা থাকায় এবং নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকায় মুখে কিছু বলেননি ওই তরুণী৷
বাইক কিছুদূর এগোতেই তিনি ট্রিপ এন্ড করে দেন তিনি৷ অভিযোগ, এরপরেও নাকি হোয়াটস অ্যাপ মেসেজ করে ওই তরুণীকে হেনস্থা করতে থাকে ওই চালক৷ বাধ্য হয়ে তিনি নম্বরটি ব্লক করে দেন৷
গত ২২ জুলাই বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত ক্যাপ বাইক চালককে গ্রেফতার করেছে৷ বেঙ্গালুরু পুলিশের তরফে ট্যুইটারে বিষয়টি জানিয়ে লেখা হয়েছে, ‘বেঙ্গালুরু পুলিশ এই ধরনের ঘটনা কখনওই বরদাস্ত করে না৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে৷’