গত কয়েক দিনে জঙ্গি সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল গুজরাত এটিএস। অন্য দিকে, গুজরাত এটিএস জানিয়েছে, বেঙ্গালুরু গিয়ে তারা সামাকে গ্রেফতার করেছে। যুবতীর মোবাইলে পাকিস্তানের বেশ কিছু পদস্থ আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়াতে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, দশম-দ্বাদশ উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন! বিশদে জানুন
তাঁদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এ-ও জানা যাচ্ছে, ধৃত সামা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ৩ বছর ধরে ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে বাড়িভাড়া করে ছিলেন। আগে একটি সংস্থায় চাকরি করতেন ওই যুবতী। তবে আপাতত তিনি বেকার ছিলেন।
আরও পড়ুন: আপনি কি প্লাস্টিকে ভরে সবজি-ফল ফ্রিজে রাখেন? এর জেরে শরীরে কী হতে পারে জানলে শিউরে উঠবেন
সামা জঙ্গি? ভাবতেই পারছেন না তার প্রতিবেশীরা। স্বাভাবিক ভাবে তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি যে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কোনও যোগসূত্র থাকতে পারে বছর ত্রিশের ছটফটে যুবতীর। সামার আগে আরও চার জনকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস। তাঁদের বিরুদ্ধেও আল কায়দা-যোগের অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছেন দিল্লির বাসিন্দা মহম্মদ ফইক, অহমদাবাদের যুবক মহম্মদ ফরদিন, মোদাসার সইফুল্লা কুরেশি এবং নয়ডার জেশান আলি।