লোমহর্ষক এই অপহরণের ঘটনাটি ঘটেছে গত ২৩ এপ্রিল দক্ষিণ বেঙ্গালুরুর কাটরিগুপ্পে এলাকায় ৷ অপহৃতা যুবতী জানিয়েছেন, পিজির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় আচমকাই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে পিছন থেকে জাপটে ধরে কোলে তুলে নেয় ৷ তারপর পাশের একটি নির্মীয়মান বাড়িতে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ৷
মেয়েটির অভিযোগ, গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তার সাহায্যে ছুটে আসেনি ৷ শেষে নিজেকে বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করে অপহরণকারীর হাতে কামড়ে দেন তরুণী ৷ মুহূর্তের জন্য বাঁধন আলগা হতেই সেখান থেকে পালিয়ে বাঁচেন তরুণী ৷ তড়িঘড়ি পিজিতে ফিরে দায়িত্বে থাকা মহিলাকে সমস্ত ঘটনা জানান কিন্তু বদনামের ভয়ে তিনি পুলিশে অভিযোগ জানাতে বারণ করেন তিনি ৷ তা সত্ত্বেও পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ কল্যাণ নগরের একটি বিউটি ক্লিনিকে কর্মরতা এই যুবতী জানিয়েছেন, ঘটনার পর প্রায় ৯ দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ৷
advertisement