TRENDING:

RCB Stampede: তিনজন কিশোর, সবেচেয়ে ছোট যে তার বয়স ১৩! কর্ণাটকে ৩রা জুনের চিঠি ঘিরে ঘনাচ্ছে রহস্য

Last Updated:

অন্যদিকে, বিধান সৌধে বেশি সংখ্যাক পুলিশ চলে যাওয়ার ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে লক্ষ লক্ষ ভক্তকে সামলানোর জন্য মোতায়েন ছিল সীমিত সংখ্যক পুলিশ৷ এদিকে স্টেডিয়ামের ধারণক্ষমতা যেখানে প্রায় ৩৫,০০০ সেখানে দর্শক সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৩ লাখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ভিক্ট্রি প্যারেড দেখতে এসে পায়ের নীচে পিষে, শ্বাসরুদ্ধ হয়ে চলে গেল ১১ টা প্রাণ৷ এখন জানা যাচ্ছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে বুধবার পদপিষ্ট হয়ে মৃত ১১ জনেরই বয়স চল্লিশ বছরের নীচে। তাঁর মধ্যে ৩ জন তো নাবালক। যাঁরা মারা গিয়েছেন তাঁদের ৩ জনের বয়স উনিশ বছরের কম। ৬ জনের বয়স ২০-৩০ বছরের মধ্যে। দু’জনের বয়স তিরিশের বেশি। মৃতদের মধ্যে একজন ১৩ বছরের নাবালিকাও রয়েছে। অন্যান্য মৃতদের নাম ডোরেশা (৩২ বছর), ভূমিকা (২০ বছর), সাহানা (২৫ বছর), অক্ষতা (২৭ বছর), মনোজ (৩৩ বছর), শ্রাবণ (২০ বছর), দেবী (২৯ বছর), শিবলিঙ্গ (১৭ বছর), চিন্ময়ী (১৯ বছর), প্রজ্জ্বল (২০ বছর)।
বেঙ্গালুরু: থিক থিক করছে ছেঁড়া চটি, জুতো৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ঠিক গেটের বাইরে৷ বৃহস্পতিবার সকালে চোখে পড়ল অদ্ভুত সেই শিহরণ জাগানো দৃশ্য, যা দেখে স্তব্ধ হওয়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না৷ আনন্দ করতে এসে চলে গেল তরতাজা ১১টা প্রাণ৷ কী কারণে, কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটলা? সামনে আসছে ৫-৬টা কারণ৷
বেঙ্গালুরু: থিক থিক করছে ছেঁড়া চটি, জুতো৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ঠিক গেটের বাইরে৷ বৃহস্পতিবার সকালে চোখে পড়ল অদ্ভুত সেই শিহরণ জাগানো দৃশ্য, যা দেখে স্তব্ধ হওয়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না৷ আনন্দ করতে এসে চলে গেল তরতাজা ১১টা প্রাণ৷ কী কারণে, কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটলা? সামনে আসছে ৫-৬টা কারণ৷
advertisement

তাড়াহুড়ো করে নেওয়া প্রস্তুতি, পর্যাপ্ত পরিকল্পনার অভাব এবং ফ্যানদের বিশাল ভিড় সামলানোয় চূড়ান্ত অক্ষমতার কারণে এই মর্মান্তিক দুঘর্টনা ঘটেছে বলে মনে করা হচ্ছে৷ ১৮ বছরের অপেক্ষার পরে প্রথম আইপিএল কাপ জিতেছিল আরসিবি৷ মানুষের উচ্ছ্বাস এবং উত্তেজনা যে স্বাভাবিক হবে, তা কেন আন্দাজ করতে পারেনি কর্ণাটক প্রশাসন৷ উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, পুলিশ বাহিনীর সিংহভাগকেই বুধবার পাঠিয়ে দেওয়া হয়েছিল কর্ণাটকের বিধান সৌধের কাছে৷ এখানে জয়ী আরসিবি টিম-এর সাথে দেখা করার কথা ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের৷ কেন স্টেডিয়ামের বাইরে পুলিশ না পাঠিয়ে বিধান সৌধের কাছে এত পুলিশ পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

advertisement

আরও পড়ুন: ‘ফ্রি পাস’-র লোভেই কি হুড়মুড়িয়ে এসেছিল মানুষ! জানেন? কর্ণাটকে কেন ভিড় সামলাতে পারেনি পুলিশ

দলকে সংবর্ধনা দেওয়ার জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে। যদিও কর্ণাটক সরকার দাবি করছে, এক দম শেষ মুহূর্তে বিধানসভা কমপ্লেক্সে বিধান সৌধে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ভিআইপি উপস্থিতির কারণে, সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হয়েছিল। যদিও সামনে আসা একটি ৩ জুনের চিঠি থেকেই জানা যাচ্ছে, ৩ জুনই বিধান সৌধে অনুষ্ঠান করার বিষয়ে সরকারের অনুমতি চেয়েছিল কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন৷

advertisement

অন্যদিকে, বিধান সৌধে বেশি সংখ্যাক পুলিশ চলে যাওয়ার ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে লক্ষ লক্ষ ভক্তকে সামলানোর জন্য মোতায়েন ছিল সীমিত সংখ্যক পুলিশ৷ এদিকে স্টেডিয়ামের ধারণক্ষমতা যেখানে প্রায় ৩৫,০০০ সেখানে দর্শক সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৩ লাখ।

তার উপরে ফ্রি পাসের আশা নিয়ে স্টেডিয়ামে গিয়ে মানুষ জানতে পারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ঢুকতে দেওয়া হবে ফ্যানেদের৷ সেটা থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি, ঝামেলা৷ পরে যা পদপিষ্টের মতো ঘটনার দিকে গড়ায়৷

advertisement

আরও পড়ুন: একটা ডাক্তার নেই! বন্দে ভারতের মতো ট্রেনে কেন এই ভাবে মরতে হল যাত্রীকে?

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

চিন্নাস্বামী স্টেডিয়ামে দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেন ২০১২ সালের IPL জয়ী KKR দলের খেলোয়াড় লক্ষীরতন শুক্লা। সেই সময় কলকাতা তথা রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশংসা করলেন বাংলা ক্রিকেট দোলের কোচ লক্ষী। চিন্নাস্বামী স্টেডিমের মর্মান্তিক ঘটনার জন্য দায় সেখানকার প্রশাসনের। বলেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
RCB Stampede: তিনজন কিশোর, সবেচেয়ে ছোট যে তার বয়স ১৩! কর্ণাটকে ৩রা জুনের চিঠি ঘিরে ঘনাচ্ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল